এক্সপ্লোর
Alia Bhatt- Ranbir Kapoor: দু’জনের সংসারে হাজির তৃতীয় সদস্য, লক্ষ্মীর বারেই মেয়েকে বাড়ি নিয়ে এলেন আলিয়া-রণবীর
Bollywood Updates: দুই থেকে তিন হলেন আলিয়া ও রণবীর। মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন তারকা দম্পতি।
বৃহস্পতিবার সকালে আলিয়া ও রণবীর।
1/11

প্রেম শুরু হয়েছিল অপ্রত্যাশিত ভাবে। তার পর একছাদের নিচে বাস কয়েক বছর। শেষ মেশ সাত পাকে বাঁধা পড়া। সবমিলিয়ে কয়েক বছর কাটলেও, দুই থেকে তিন হতে খুব বেশি সময় নেননি আলিয়া ভট্ট এবং রণবীর কপূর।
2/11

গত ৬ নভেম্বর ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তার পর থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমতে দেখা গিয়েছে। কপূর পরিবারের নয়া সদস্যকে দেখতে কৌতূহলী সকলেই।
Published at : 10 Nov 2022 10:34 AM (IST)
আরও দেখুন






















