এক্সপ্লোর
Rocky Aur Rani Kii Prem Kahaani: আলিয়া-রণবীরের ফিল্ম ট্রেলারেও 'খেলা হবে' !
Alia Bhatt Ranveer Singh : সামনেই রাজ্যে ভোট। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এমনই এক পরিস্থিতিতে ট্রেলারে আলিয়া ভট্টের মুখে 'খেলা হবে' সংলাপটি ব্যবহার করা হয়েছে।
আলিয়া-রণবীরের ফিল্ম ট্রেলারেও 'খেলা হবে' !
1/10

৪ জুলাই মুক্তি পেয়েছে কর্ণ জোহরের আপকামিং ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি।'
2/10

এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ।
3/10

ছবিটির ট্রেলর মনে করিয়ে দিয়েছে, নব্বইয়ের দশকে কর্ণ জোহরের সুপারহিট ছবির কথা।
4/10

বাঙালি এবং পাঞ্জাবী দুই পরিবারের মধ্যে দুই ভিন্ন মানুষের প্রেম কাহিনী নিয়ে তৈরি হয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি।'
5/10

প্রেম নাকি পরিবার কার গুরুত্ব বেশি ? এই ছবির মধ্য দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালক।
6/10

'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো অভিনেতা অভিনেত্রীরা।
7/10

তবে আরও চমক রয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন দুই বাঙালি অভিনেতা-অভিনেত্রী টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
8/10

অন্যদিকে সামনেই রাজ্যে ভোট। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এমনই এক পরিস্থিতিতে ট্রেলারে আলিয়া ভট্টের মুখে 'খেলা হবে' সংলাপটি ব্যবহার করা হয়েছে।
9/10

আর এই সংলাপটিই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
10/10

তবে এবার শুধুই অপেক্ষা। সামনে ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে, 'রকি অউর রানি কি প্রেম কাহানি।'
Published at : 04 Jul 2023 11:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























