এক্সপ্লোর
Kiara-Sidharth Reception: তাপ-অনুতাপ ভুলে নতুন জীবন, প্রাক্তন সিদ্ধার্থের রিসেপশনে আলিয়া, তবে গেলেন না রণবীর
Kiara-Sidharth Wedding Reception: সব সম্পর্ক টেকে না। মায়ানগরীর তারকারা এই সরল সত্য মেনে নিতে জানেন। তাই অতীত আঁকড়ে পড়ে না থেকে, এগিয়ে যান ভবিষ্যতের পথে।
কিয়ারা-সিদ্ধার্থের রিসেপশনে আলিয়া।
1/11

পুরনো সম্পর্ক নিয়ে একসময় আক্ষেপ করতে শোনা গিয়েছিল। কিন্তু নতুন জীবনের প্রারম্ভে তার ছিটেফোঁটাও যে ধরে রাখেননি, তা প্রমাণ করলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্র। তাঁর বিয়ের রিসেপশনে দেখা গেল প্রাক্তন আলিয়া ভট্টকে।
2/11

রবিবার মুম্বইয়ে রিসেপশন রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্র এবং তাঁর স্ত্রী কিয়ারা আডবাণী। সেই উপলক্ষে আরব সাগরের তীরে কার্যত চাঁদের হাট বসে যায়। ছোট-বড়-মাঝারি তারকারা ভিড় করেন একে একে।
Published at : 13 Feb 2023 12:54 AM (IST)
আরও দেখুন






















