এক্সপ্লোর
Ananya Panday: জন্মদিনে অনন্যাকে প্রেমের বার্তা ওয়াকারের, বন্ধুর প্রেমে সিলমোহর দিলেন সুহানা?
Ananya Panday Birthday: দুজনেরই দেখা হয়েছিল অনন্ত-রাধিকার বিয়েতে, সেখানেই নাকি তাঁদের আলাপ আর সেই বিয়ে থেকেই তাঁদের প্রেমপর্ব এখন গড়িয়ে গিয়েছে ব্যক্তিগত জীবনেও।
অনন্যা পাণ্ডকে প্রেমের বার্তা পাঠালেন কে?
1/10

আজ তাঁর জন্মদিন। ২৬ বছর পূর্ণ করলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। পাপারাৎজিদের আনা কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। আর সেই জন্মদিনের দিনই, ফাঁস হয়ে গেল তাঁর প্রেমের কথাও!
2/10

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডে। অম্বানীদের কর্মচারী তথা প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গেই নাকি চলছে তাঁর প্রেমপর্ব।
3/10

দুজনেরই দেখা হয়েছিল অনন্ত-রাধিকার বিয়েতে, সেখানেই নাকি তাঁদের আলাপ আর সেই বিয়ে থেকেই তাঁদের প্রেমপর্ব এখন গড়িয়ে গিয়েছে ব্যক্তিগত জীবনেও। একে অপরের প্রেমে নাকি হাবুডুবু ওয়াকার আর অনন্যা।
4/10

অনন্যার মুখে কুলুপ, কিন্তু জন্মদিন উপলক্ষে অনন্যার ছবি ভাগ করে নিয়ে ওয়াকার লিখেছেন, “শুভ জন্মদিন সুন্দরী! তুমি বড্ড স্পেশ্যাল! আই লাভ ইউ অ্যানি।”
5/10

আর অনেকেই মনে করছেন, ওয়াকারের এই পোস্ট থেকেই প্রকাশ্যে চলে এসেছে তাঁদের প্রেমগাথা। আর এই জল্পনায় যেন সিলমোহর দিয়েছে শাহরুখ খানের কন্যা সুহানা খানের একটি পোস্ট। অনন্যা আর সুহানা অভিন্ন হৃদয় বন্ধু। বিশেষ বন্ধুর জন্মদিনে কী লিখেছেন সুহানা?
6/10

অনন্যার বেশ কিছু সোহাগী ছবি দিয়ে সুহানা লিখেছেন, “আমার প্রিয় বার্থডে গার্ল। আই লাভ ইউ! আই লাভ ইউ!”
7/10

অনেকেই মনে করছেন, ওয়াকার একবার আই লাভ ইউ লিখেছেন বলেই সুহানা যেন তাঁকে ২ বার আই লাভ ইউ লিখেছেন। যেন প্রতিযোগিতা করছেন কে অনন্যাকে বেশি ভালবাসে।
8/10

অনন্যাকে কে বেশি ভালবাসেন, তা নিয়ে কি ওয়াকার ও সুহানার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে? রসিকতা করে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।
9/10

অনন্যা ও ওয়াকারের প্রথম দেখা অম্বানীদের ক্রুজ় পার্টিতে। এর পরে অনন্ত—রাধিকার রাজকীয় বিয়েতেও নাকি একান্তে নাচছিলেন তাঁরা। আশেপাশে কে আছেন, সেই সব তোয়াক্কা না করেই নাকি প্রেমের গানে ওয়াকারের বাহুডোরে নাচছিলেন অনন্যা, দাবি অনন্যারই এক ঘনিষ্ঠ সূত্রের
10/10

এমনকি সেই বিয়ের আসরেই নাকি ওয়াকারকে সঙ্গীর তকমাও দিয়েছিলেন অনন্যা। জানা গিয়েছে, অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত অনন্যার প্রেমিক
Published at : 30 Oct 2024 09:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















