এক্সপ্লোর
Ananya Panday: ছোট থেকে বন্ধুত্ব, একসঙ্গেই পার্টি করতেন আরিয়ান-অনন্যা; ক্রুজ মামলায় নয়া মোড়
aryan_feature
1/7

আরিয়ান খান ড্রাগস মামলায় নতুন মোড়। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের নাম জুড়েছে এই মামলায়। বৃহস্পতিবার সকাল সকাল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা ছিলেন এনসিবি অফিসাররা।
2/7

সূত্রের খবর, ৬ সদস্যের একটি টিম তাঁর বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান। এনসিবি আধিকারিক বি বি সিংহর নেতৃত্বে অনন্যার বাড়িতে আসে টিম। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টোয় এনসিবি দফতরে ডাকা হয়েছিল তাঁকে। সেই মতো বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবি দফতরেও যান অনন্যা।
3/7

এক সংবাদমাধ্যম সূত্রের খবর, আরিয়ান এবং অনন্যা ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলেও পড়াশোনা করেছে তারা।
4/7

শুধু আরিয়ান নয়, অনন্যা শাহরুখ কন্যা সুহানা খানেরও ভাল বন্ধু। তিনজনকেই বহুবার একসঙ্গে পার্টি উদযাপন করতে দেখা গেছে।
5/7

অনন্যা পান্ডে এবং সুহানা খানের এই ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
6/7

ছোট থেকেই বাবার সঙ্গে শাহরুখের বাড়িতে এসেছেন অনন্যা। শাহরুখ অনন্যাকে তার নিজের মেয়ের মতোই দেখেন বলে জানিয়েছে ঘনিষ্ট সূত্র।
7/7

অনন্যা শাহরুখ খানের বাড়ি মন্নতের একাধিক পার্টিতেও অংশ নিয়েছিল।
Published at : 21 Oct 2021 06:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















