এক্সপ্লোর
Anant-Radhika Wedding: তারকা খচিত বিবাহ-বাসর, অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিতদের দিক থেকে চোখ ফেরানোই দায়!
Anant Ambani Radhika Marchant Wedding:ইতিমধ্যেই, বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন 'দুলহে রাজা' অনন্ত। তবে শুধু আজকের দিন নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োজন হয়েছে অ্যান্টিলিয়ায়।
ছেলে মেয়েদের সঙ্গে মুকেশ অম্বানি
1/10

সকাল থেকেই বাড়িতে অতিথি সমাগম.. সেজে উঠেছে বাড়ি! শুধু বাড়ি বললে, বা বিয়েবাড়ি বললে তো কম বলা হয়। ভারতের অন্যতম বিলাসবহুল বিবাহ-বাসর বসবে আজই। অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchant) বিয়ের আসর বসবে আজই।
2/10

ইতিমধ্যেই, বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন 'দুলহে রাজা' অনন্ত। তবে শুধু আজকের দিন নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োজন করা হয়েছে অ্যান্টিলিয়ায়। অবশেষে আজই সাত পাকে বাঁধা পড়ার কথা অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের।
Published at : 12 Jul 2024 06:01 PM (IST)
আরও দেখুন






















