এক্সপ্লোর
Anant-Radhika Wedding: তারকা খচিত বিবাহ-বাসর, অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিতদের দিক থেকে চোখ ফেরানোই দায়!
Anant Ambani Radhika Marchant Wedding:ইতিমধ্যেই, বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন 'দুলহে রাজা' অনন্ত। তবে শুধু আজকের দিন নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োজন হয়েছে অ্যান্টিলিয়ায়।

ছেলে মেয়েদের সঙ্গে মুকেশ অম্বানি
1/10

সকাল থেকেই বাড়িতে অতিথি সমাগম.. সেজে উঠেছে বাড়ি! শুধু বাড়ি বললে, বা বিয়েবাড়ি বললে তো কম বলা হয়। ভারতের অন্যতম বিলাসবহুল বিবাহ-বাসর বসবে আজই। অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchant) বিয়ের আসর বসবে আজই।
2/10

ইতিমধ্যেই, বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন 'দুলহে রাজা' অনন্ত। তবে শুধু আজকের দিন নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োজন করা হয়েছে অ্যান্টিলিয়ায়। অবশেষে আজই সাত পাকে বাঁধা পড়ার কথা অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের।
3/10

এক ফ্রেমে গোটা অম্বানি পরিবার। মুকেশ অম্বানির সঙ্গে মেয়ে ইশা অম্বানি ও আকাশ অম্বানি। রয়েছেন শ্লোকা মেটা ও আনন্দ পিরামলও।
4/10

একেবারে দেশি অবতারে জন সিনা। হালকা আকাশি-সোনালি শেরওয়ানিতে তাক লাগালেন আমেরিকান অভিনেতা ও ব়্যাপার।
5/10

সবুজায়নের বার্তা থাকে তাঁর সমস্ত ছবিতেই, আর তাই, তিনি সবসময়ে হাতে নিয়ে আসেন একটি করে গাছ। বাদ গেল না অনন্ত অম্বানি রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানও। হাতে গাছ নিয়ে পোজ দিলেন এই বলিউড অভিনেতা
6/10

রাধিকা মার্চেন্ট ও অনন্তের বিয়েতে রাজকুমার রাও ও পত্রলেখা। দুজনেই নজর কাড়লেন সাবেকি বেশে।
7/10

হলুদ লেহঙ্গাতে তাক লাগালেন অনন্যা পাণ্ডে। তিনি কোনও গয়না পরেননি লেহঙ্গার সঙ্গে, চুলে টান টান করে বাঁধা ছিল খোঁপা।
8/10

পিঠে লেখা 'অনন্ত'জ় ব্রিগেড'.. অনন্ত অম্বানির বিয়ের আসরে হলুদ পোশাকে তাক লাগালেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Anannya Pandya)
9/10

এদিনের অনুষ্ঠানে সারা আলি খানে হাজির ছিলেন ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে। শুধু বলিউড নয়, অনন্ত অম্বানির বিয়েতে আমন্ত্রিত রয়েছেন বহু হলিউড ও দক্ষিণের তারকাও।
10/10

এই বিবাহ থেকে দূরে রয়েছেন অক্ষয় কুমার। করোনা আক্রান্ত হওয়ার ফলে তিনি থাকতে পারবেন না অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে।
Published at : 12 Jul 2024 06:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
