এক্সপ্লোর
Angana Roy about Durga Puja: ছোটবেলার পুজোর স্মৃতি মনখারাপ করায়, কলকাতায় কখনও ভাসান দেখা হয়নি অঙ্গনার
Durga Puja 2023: সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে, অঙ্গনার নতুন ধারাবাহিকের শ্যুটিং। ফলে পুজোর মরসুমে জোরকদমে শ্যুটিং চলার কথা। অভিনেত্রী বলছেন...
ধারাবাহিকের চাপ সামলেই পুজোয় মাতবেন অঙ্গনা
1/10

ছোটবেলার পুজো কেটেছে শহর কলকাতার বুকে নয়, আসানসোলে। পাড়ার ক্লাবের পুজোয় প্রেসিডেন্স ছিলেন দাদু আর ভাইস প্রেসিডেন্ট ঠাকুমা। গোটা পুজো কাটত পাড়ায় পাড়ায় ঠাকুর দেখে, মিউজ়িক্যাল চেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুজোর কাজে।
2/10

এখন খ্যাতি বেড়েছে... বদলে গিয়েছে পুজোর আনন্দও। আর এবারের পুজোয় তিনি ছুটি পাবেন কি না... সেই নিয়ে পর্যন্ত সন্দেহ থেকে যাচ্ছে? কিন্তু তার মধ্যেও থেমে থাকে না পুজোর পরিকল্পনা। হাজার হোক.. বাঙালি তো! এবিপি লাইভের (ABP Live) সঙ্গে দুর্গাপুজোর পরিকল্পনা ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)।
Published at : 05 Oct 2023 09:39 AM (IST)
আরও দেখুন






















