এক্সপ্লোর
Arjun Rampal Dhakkad Look: মাথা ভর্তি সাদা চুল! ‘ধকড়’ ছবির জন্য নতুন লুক অর্জুনের

অর্জুন রামপাল
1/10

কোথায় সেই কালো ফ্রেঞ্চকাট দাড়ি আর পুরনো হেয়ারস্টাইল! অর্জুন রামপালের নতুন লুকের ছবি দেখে অবাক নেটদুনিয়া! নিজেই নতুন লুকের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
2/10

কঙ্কনা রানাউতের নতুন ছবিতে দেখা যাবে অর্জুন রামপালকে। সেই নতুন ছবির জন্যই নয়া লুক অর্জুনের। এক ঝলক দেখলে চেনাই যায় না অভিনেতাকে।
3/10

মাথার পুরো চুলকেই সাদা রঙ করে ফেলেছেন অর্জুন। বদলেছেন হেয়ার স্টাইলও।
4/10

স্যালো থেকেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবিগুলি আপলোড করছেন অর্জুন। সঙ্গে ছিলেন তাঁর হেয়ার স্টাইলিস্টও।
5/10

ছবিগুলি শেয়ার করে অর্জুন লিখেছেন, 'ছবির জন্য এই বদলের প্রয়োজন ছিল। আমার লুক পরিবর্তন করাই ছিল নয়া চ্যালেঞ্জ।'
6/10

নতুন ছবি ধকড়ের জন্যই তাঁর এই লুক পরিবর্তন। সোশ্যাল মিডিয়াতেই হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমকে ধন্যবাদ জানান তিনি। তাংকে 'লিটল জিনিয়াস' বলে প্রশংসাও করেন।
7/10

বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। সইফ আলি খান, সঞ্জয় দত্ত, হার্দিক পাণ্ড্যরাও ভরসা করেন এই আলিমকেই।
8/10

অর্জুন লেখেন, এই লুকটা তাঁর পছন্দের কার্যত স্বপ্ন সত্যির মতই এই লুকটাকে বাস্তবায়িত করে দিয়েছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট।
9/10

‘ধকড়’ ছবির জন্যই অর্জুনের এই ভোলবদল। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল নায়ক রুদ্রবীরের চরিত্রে অভিনয় করবেন অর্জুন।
10/10

ছবি সৌজন্যে: অর্জুন রামপালের ইনস্টাগ্রাম
Published at : 19 Jun 2021 01:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
