এক্সপ্লোর
Bangla Medium: পেশা বদলে তিয়াসা এবার শিক্ষিকা, প্রেমে পড়বেন নীলের?
Bangla Medium Serial: ধারাবাহিকের নায়িকার নাম ইন্দিরা। তাঁর চরিত্রেই দেখা যাবে তিয়াসাকে। অন্যদিকে নীলের চরিত্রের নাম হবে বিক্রম। নীলের দিদি সুহানার ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়িকে।
পেশা বদলে তিয়াসা এবার শিক্ষিকা, প্রেমে পড়বেন নীলের?
1/10

স্বপ্ন দেখার কোনও ভাষা হয় না। স্বপ্ন সত্যিরও নয়। এই বার্তা নিয়েই আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'।
2/10

জি বাংলার ধারাবাহিকের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তিয়াসা রায় (Tiasha Roy)-কে এবার দেখা যাবে স্টার জলসার ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)-এ।
Published at : 09 Dec 2022 11:11 PM (IST)
আরও দেখুন






















