এক্সপ্লোর
Bappi Lahiri Death : পূরণ বাপি লাহিড়ির "শেষ ইচ্ছা", গঙ্গায় বিলীন হয়ে গেল ডিস্কো কিংয়ের চিতাভস্ম
গঙ্গায় ভাসানো হল বাপি লাহিড়ির চিতাভস্ম
1/10

গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় তাঁর মৃত্যুর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
2/10

প্রজন্মের পর প্রজন্মকে নিজের সুরে মাতিয়ে রাখা এহেন সঙ্গীত শিল্পীর প্রয়াণে দেশে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেন। টালিগঞ্জ থেকে মুম্বইয়ের তারকারাও সোশাল মিডিয়ায় শোকবার্তা দেন।
Published at : 04 Mar 2022 06:10 PM (IST)
আরও দেখুন






















