এক্সপ্লোর
Belashuru: সৌমিত্র-স্বাতীলেখার ছবির নামে সন্দেশ, তালশাঁস, দাম জানেন?
বেলাশুরু সন্দেশ তালশাঁস
1/10

নতুন ছবির মিষ্টি শুরু। ইতিমধ্যেই চর্চায় ছবির নতুন গান, ঝলক। আর এবার অভিনব প্রচারের অংশ মিষ্টিমুখ। উইন্ডোজ হাত মিলিয়েছিল কলকাতার আর নামীর মিষ্টি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে। আর এই মেলবন্ধনেরই ফলেই তৈরি হয়, 'বেলাশুরু' মিষ্টি।
2/10

নববর্ষের আগেই ক্রেতাদের কাছে পৌঁছে গিয়েছে 'বেলাশুরু' মিষ্টি। এই মিষ্টি প্রকাশের দিন দোকানে হাজির ছিল টিম 'বেলাশুরু'। হাজির ছিলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ থেকে শুরু করে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও। অভিনব এই প্রচারে খুশি সবাই।
Published at : 16 Apr 2022 07:43 AM (IST)
আরও দেখুন






















