এক্সপ্লোর
Belashuru: জুঁই ফুলের সুবাসে মিশল মনখারাপ, শূন্য রইল সৌমিত্র-স্বাতীলেখার চেয়ার
সৌমিত্র স্বাতীলেখার নামে ফাঁকা চেয়ার
1/9

ট্রেলার মুক্তির সকালে, উইন্ডোজের অফিস তখন ভরে উঠেছে অতিথি, বন্ধু, কলাকুশলীদের আগমনে। হাজির হয়েছে গোটা টিম 'বেলাশুরু'। কেবল ফাঁকা দুটি চেয়ার। তার একটায় লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে স্বাতীলেখা সেনগুপ্ত।
2/9

আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র ট্রেলার। আর সেই ট্রেলার জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের সেই অমলিন রসায়ন মুক্তি পেল, মন ছুঁয়ে গেল দর্শকদের।
Published at : 30 Apr 2022 09:35 PM (IST)
আরও দেখুন






















