এক্সপ্লোর
Rii Sen Birthday: ফুল নয়, কাঁটার গুণমুগ্ধ যে মেয়ে, শুভ জন্মদিন ‘ঋ’
Rii Sen: শুভ জন্মদিন ‘ঋ’।
ঋতুপর্ণা সেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

ফুল নয়, কাঁটার গুণমুগ্ধ তিনি। সোশ্যাল মিডিয়া প্রোফাইল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। যে কাঁটা ফুলের সম্ভ্রম রক্ষা করে, তার কৃতজ্ঞতা প্রাপ্য বলে মত।ভিড়ের মধ্যেও তাই নজর কাড়েন তিনি। আজ জন্মদিন ‘ঋ’ ওরফে ঋতুপর্ণা সেনের।
2/10

উইকিপিডিয়া বলছে, জীবনের ৪০টিরও বেশি বসন্ত পার করে ফেলেছেন তিনি। কিন্তু মাপজোখ চিরকালই না পসন্দ তাঁর। তাই চলচ্চিত্র প্রেমীদের কাছে ‘ঋ’ মানেই মনে বসন্তের পরশ।
Published at : 26 Jul 2022 10:52 AM (IST)
আরও দেখুন






















