এক্সপ্লোর
Yuganayak Swami Vivekananda: ছোট্ট বিলে এবার নরেন্দ্রনাথ! নতুন মোড় নিল 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'র কাহিনি
Bengali Serial: আকাশ আটে ২০২২ সালে শুরু হয়েছিল ধারাবাহিক 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'। প্রায় ৪০০ পর্ব পেরিয়ে এবার ছোট্ট বিলে হয়ে উঠেছেন নরেন্দ্রনাথ। নতুন গল্পে স্বামীজী হয়ে ওঠার কাহিনি এই ধারাবাহিকে।
ছবি- নিজস্ব
1/8

২০২২ সালে শুরু হয়েছিল আকাশ আটের এই ধারাবাহিক 'স্বামী বিবেকানন্দ'। তারপর থেকে বেশ দর্শক আনুকূল্য পেয়েছে এই ধারাবাহিক। এবার গল্পে নতুন মোড়। কাহিনি বিন্যাসে বিলে এবার বড় হয়ে উঠেছে। ছবি- নিজস্ব
2/8

বিলে বড়ো হয়েছে। এখন সে নরেন্দ্রনাথ। মেট্রোপলিটন স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে এফ এ -র ছাত্র নরেন্দ্রনাথ একই সঙ্গে হয়ে উঠছে যুক্তিবাদী, তার্কিক, অসাধারণ বাগ্মী। চলছে তুমুল অন্তর্দ্বন্দ্ব আধ্যাত্মিকতা ও নাস্তিকতার মধ্যে। ব্রাহ্মসমাজে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ব্রহ্মসঙ্গীত শিখতে শিখতে মহর্ষি দেবেন্দ্রনাথকে প্রশ্ন করছে 'মহাশয়, আপনি ভগবানকে দেখেছেন কি?' জিজ্ঞাসু অনুসন্ধিৎসু নরেন্দ্রনাথকে আত্মীয় বন্ধু রামচন্দ্র দত্ত ১৮৮১-র নভেম্বরে সিমলে পাড়াতেই সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নিয়ে এলো রামকৃষ্ণ পরমহংসকে গান শোনানোর জন্য। ছবি- নিজস্ব
Published at : 12 Jan 2024 03:44 PM (IST)
আরও দেখুন






















