এক্সপ্লোর
Bhool Bhulaiyaa 2 Trailer: 'ভুল ভুলাইয়া টু' ছবির ট্রেলার লঞ্চে নজরকাড়া কার্তিক-কিয়ারা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/917eb46472bc26ba80a6c9e8b7a3ed3c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভুল ভুলাইয়া টু ট্রেলার
1/10
![অপেক্ষার অবসান। আজ নেট মাধ্যমে মুক্তি পেল 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবির ট্রেলার। আগেই জানা গিয়েছিল আজ দুপুরেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার (Bhool Bhulaiyaa 2 Trailer)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/9abb957a84dfbde7c94da3a37bd2b037a3661.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অপেক্ষার অবসান। আজ নেট মাধ্যমে মুক্তি পেল 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবির ট্রেলার। আগেই জানা গিয়েছিল আজ দুপুরেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার (Bhool Bhulaiyaa 2 Trailer)।
2/10
![কথা মতো ঠিক দুপুরবেলা হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু' ছবির ট্রেলার প্রকাশ্যে এল। মাত্র তিন মিনিটের ট্রেলারেই গায়ে কাঁটা দেওয়া এই ছবির ট্রেলার দেখে নেট নাগরিকদের মত, 'সম্পূর্ণ ছবি তো এখনও বাকি'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/c250d9415bd0049dc72c0561dda1b86b4908d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কথা মতো ঠিক দুপুরবেলা হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু' ছবির ট্রেলার প্রকাশ্যে এল। মাত্র তিন মিনিটের ট্রেলারেই গায়ে কাঁটা দেওয়া এই ছবির ট্রেলার দেখে নেট নাগরিকদের মত, 'সম্পূর্ণ ছবি তো এখনও বাকি'।
3/10
![আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া টু'। ইতিমধ্যেই এই ছবির একাধিক টিজার ও একাধিক মোশন পোস্টার মুক্তি পেয়েছে। আজ এই ছবির ট্রেলার মুক্তি পেল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/b5cf5e20eda87a3ff77e4a2d338289477321b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া টু'। ইতিমধ্যেই এই ছবির একাধিক টিজার ও একাধিক মোশন পোস্টার মুক্তি পেয়েছে। আজ এই ছবির ট্রেলার মুক্তি পেল।
4/10
!['ভুল ভুলাইয়া' ছবির সিক্যুয়েল 'ভুল ভুলাইয়া টু'। প্রথম ছবিতে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান, পরেশ রাওয়াল, আমিশা পটেল, রাজপাল যাদবকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/10c4a583ccb72d42c58230673f5923579171e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'ভুল ভুলাইয়া' ছবির সিক্যুয়েল 'ভুল ভুলাইয়া টু'। প্রথম ছবিতে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান, পরেশ রাওয়াল, আমিশা পটেল, রাজপাল যাদবকে।
5/10
![প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/e2abfbb81043fe33cef26c48e14bdb5d7ba0b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি।
6/10
!['ভুল ভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/4380991e132c874ff291865d9890126a61274.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'ভুল ভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ।
7/10
![তাই 'ভুল ভুলাইয়া টু' ছবিতেও মঞ্জুলিকাকে দেখা যাবে কিনা তা জানার জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/fa8f7cc87d3abf2978fc7c2805a035a67309f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই 'ভুল ভুলাইয়া টু' ছবিতেও মঞ্জুলিকাকে দেখা যাবে কিনা তা জানার জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
8/10
![ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, 'বিদ্যা বালান এবং পরিচালক অনীশ বাজমির মধ্যের পেশাদার সম্পর্ক তৈরি হয় ২০১১ সালে। যখন পরিচালকের 'থ্যাঙ্ক ইউ' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন বিদ্যা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/a771aae65dd54bbc819d747a3c4e181f44b5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, 'বিদ্যা বালান এবং পরিচালক অনীশ বাজমির মধ্যের পেশাদার সম্পর্ক তৈরি হয় ২০১১ সালে। যখন পরিচালকের 'থ্যাঙ্ক ইউ' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন বিদ্যা।
9/10
![এরপর তাঁকে দেখা যায় 'ভুল ভুলাইয়া'তে।' 'ভুল ভুলাইয়া ২' ছবির ট্রেলার ইতিমধ্যেই মঞ্জুলিকার আভাস কিছুটা পাওয়া গিয়েছে। কিন্তু বিদ্যা বালান রয়েছেন কিনা, তা বোঝা যায়নি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/8bc39a5f5eaa5bc60d83fe0eabf5028a28323.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর তাঁকে দেখা যায় 'ভুল ভুলাইয়া'তে।' 'ভুল ভুলাইয়া ২' ছবির ট্রেলার ইতিমধ্যেই মঞ্জুলিকার আভাস কিছুটা পাওয়া গিয়েছে। কিন্তু বিদ্যা বালান রয়েছেন কিনা, তা বোঝা যায়নি।
10/10
![এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু। এদিন ট্রেলার লঞ্চে মুম্বইয়ের একটি সিনেমা হলে দেখা গেল কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/b3f041d7be54ffa5d1c806011a4fbab2a6db5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু। এদিন ট্রেলার লঞ্চে মুম্বইয়ের একটি সিনেমা হলে দেখা গেল কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীকে।
Published at : 26 Apr 2022 03:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)