এক্সপ্লোর
Bhuto : সত্যজিতের সৃষ্টি, ভেন্ট্রিলোকুইজমের জাদু, নাটকপ্রেমীদের মুগ্ধ করছে 'ভূতো'
Ventriloquism In Theatre : ‘ভূতো’ নাটকে মূল চরিত্রে রয়েছেন দুই ভেন্ট্রিলোকুইস্ট পলাশ অধিকারী এবং অভিজিৎ ঘোষ। কিন্তু এ নাটকের নায়ক ভূতোই।
থিয়েটার প্রেমীদের হলমুখো করছে 'ভূতো'
1/9

সত্যজিৎ রায়ের সৃষ্টির নষ্টালজিয়া, সন্দীপ রায়ের পৃষ্ঠপোষকতা, মঞ্চে ইদানিং কালের জনপ্রিয় মুখ পলাশ অধিকারীর ভেন্ট্রিলোকুইজম শিল্পকলার জাদু, বহু থিয়েটার প্রেমীদের হলমুখো করছে। মন কাড়ছে শিশুদেরও।
2/9

‘ভূতো’ নাটকে মূল চরিত্রে রয়েছেন দুই ভেন্ট্রিলোকুইস্ট পলাশ অধিকারী এবং অভিজিৎ ঘোষ। কিন্তু এ নাটকের নায়ক ভূতোই। দূরদর্শন দেখে যাদের ছোটবেলা কেটেছে, তাদের অনেকেরই আলাপ ছিল কথা বলা পুতুল মাইকেলের সঙ্গে। কিন্তু টানটান দেড়ঘণ্টা ধরে মঞ্চে ভেন্ট্রিলোকুইজম দেখে অভিভূত হচ্ছেন বহু দর্শকই। প্রশংসা আসছে শিল্পীমহল থেকে।
Published at : 08 Jul 2024 07:00 AM (IST)
আরও দেখুন






















