এক্সপ্লোর
Bigg Boss OTT: শুরু হল 'বিগ বস ওটিটি', রইল প্রতিযোগীদের সম্পূর্ণ তালিকা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/830913db36589a64dec6655d45439d5b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'বিগ বস ওটিটি' প্রতিযোগীদের তালিকা
1/14
![শুরু হয়ে গেছে জনপ্রিয় শো 'বিগ বস ওটিটি'। এবারের ডিজিট্যাল শোয়ের সঞ্চালক পরিচালক কর্ণ জোহর। প্রথম পর্বে ১৩ তারকা প্রতিযোগীর সঙ্গে আলাপ করান সঞ্চালক যাঁদের বিগ বসের কড়া নজরে থাকতে হবে এই ৬ সপ্তাহ। (ছবি সৌজন্য - Voot ও ট্যুইটার)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/233d32ad129990d4c583c6db55ea5e17d1a32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুরু হয়ে গেছে জনপ্রিয় শো 'বিগ বস ওটিটি'। এবারের ডিজিট্যাল শোয়ের সঞ্চালক পরিচালক কর্ণ জোহর। প্রথম পর্বে ১৩ তারকা প্রতিযোগীর সঙ্গে আলাপ করান সঞ্চালক যাঁদের বিগ বসের কড়া নজরে থাকতে হবে এই ৬ সপ্তাহ। (ছবি সৌজন্য - Voot ও ট্যুইটার)
2/14
![শমিতা শেট্টি: বিগ বসে পা রেখেছেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির বোন। শিল্পার স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর শমিতার বিগ বসে অংশগ্রহণ ভ্রু কুঁচকেছেন অনেকেই। এর আগে ২০০৯ সালে 'বিগ বস ৩'-এ শমিতা অংশ নিয়েছিলেন। তবে তখন দিদি শিল্পার বিয়ের কারণেই মাঝপথে শো থেকে বিদায় নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800aebcd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শমিতা শেট্টি: বিগ বসে পা রেখেছেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির বোন। শিল্পার স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর শমিতার বিগ বসে অংশগ্রহণ ভ্রু কুঁচকেছেন অনেকেই। এর আগে ২০০৯ সালে 'বিগ বস ৩'-এ শমিতা অংশ নিয়েছিলেন। তবে তখন দিদি শিল্পার বিয়ের কারণেই মাঝপথে শো থেকে বিদায় নেন।
3/14
![ঋদ্ধিমা পণ্ডিত: 'বহু হমারি রজনী কান্ত' সিরিয়ালের মাধ্যমে মন জয় করেছিলেন সকলের। সেখানে মানবরূপী রোবটের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কমেডি শো 'দ্য ড্রামা কোম্পানি'-তেও অংশ নিতে দেখা গেছে তাঁকে। এছাড়া 'খতরো কে খিলাড়ি'-এর নবম সিজনে তিনি তৃতীয় স্থানাধিকারী ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/799bad5a3b514f096e69bbc4a7896cd9d3818.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঋদ্ধিমা পণ্ডিত: 'বহু হমারি রজনী কান্ত' সিরিয়ালের মাধ্যমে মন জয় করেছিলেন সকলের। সেখানে মানবরূপী রোবটের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কমেডি শো 'দ্য ড্রামা কোম্পানি'-তেও অংশ নিতে দেখা গেছে তাঁকে। এছাড়া 'খতরো কে খিলাড়ি'-এর নবম সিজনে তিনি তৃতীয় স্থানাধিকারী ছিলেন।
4/14
![দিব্যা অগ্রবাল: এই অভিনেত্রীকে মাঝে মধ্যেই বিভিন্ন রিয়্যালিটি শোয়ে অংশ নিতে দেখা যায়। এর আগে 'স্প্লিটসভিলা' ও 'এস অব স্পেস' শোয়ে দেখা গেছে তাঁকে। নৃত্যশিল্পী হিসাবে কেরিয়ার শুরু, এছাড়া 'মিস নভি মুম্বই' থেতাবও জিতেছেন। সোশ্যাল মিডিয়ায় বিপুল ফলোয়ার সংখ্যা তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/fe5df232cafa4c4e0f1a0294418e5660d03b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিব্যা অগ্রবাল: এই অভিনেত্রীকে মাঝে মধ্যেই বিভিন্ন রিয়্যালিটি শোয়ে অংশ নিতে দেখা যায়। এর আগে 'স্প্লিটসভিলা' ও 'এস অব স্পেস' শোয়ে দেখা গেছে তাঁকে। নৃত্যশিল্পী হিসাবে কেরিয়ার শুরু, এছাড়া 'মিস নভি মুম্বই' থেতাবও জিতেছেন। সোশ্যাল মিডিয়ায় বিপুল ফলোয়ার সংখ্যা তাঁর।
5/14
![জিশান খান: সম্প্রতি মুম্বই বিমানবন্দরে বাথরোব পরে ঢুকে সকলের নজর কেড়েছিলেন এই অভিনেতা। বিগ বসের মঞ্চেও সেভাবেই প্রবেশ করেছেন জিশান। 'কুমকুম ভাগ্য' সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হয়েছেন এই অভিনেতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/18e2999891374a475d0687ca9f989d83c0f55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জিশান খান: সম্প্রতি মুম্বই বিমানবন্দরে বাথরোব পরে ঢুকে সকলের নজর কেড়েছিলেন এই অভিনেতা। বিগ বসের মঞ্চেও সেভাবেই প্রবেশ করেছেন জিশান। 'কুমকুম ভাগ্য' সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হয়েছেন এই অভিনেতা।
6/14
![প্রতীক সেহজপল: ডেটিং রিয়্যালিটি শো 'লভ স্কুল' সিজন ৩-এর মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন প্রতীক। আইনে স্নাতক, ফিটনেস উৎসাহী এবং মডেল ও অভিনেতা তিনি। 'এসঅব স্পেস' রিয়্যালিটি শোয়ে তিনিও অংশগ্রহণ করেছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/8cda81fc7ad906927144235dda5fdf158b9f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতীক সেহজপল: ডেটিং রিয়্যালিটি শো 'লভ স্কুল' সিজন ৩-এর মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন প্রতীক। আইনে স্নাতক, ফিটনেস উৎসাহী এবং মডেল ও অভিনেতা তিনি। 'এসঅব স্পেস' রিয়্যালিটি শোয়ে তিনিও অংশগ্রহণ করেছিলেন।
7/14
![রাকেশ বাপাত: বলিউডে পা রেখেছিলেন বিখ্যাত ছবি 'তুম বিন' দিয়ে। এরপর বিভিন্ন হিন্দি সিরিয়াল যেমন 'সলোনি কা সফর', 'মর্যাদা: লেকিন কব তক?', 'হোঙ্গে জুদা না হম', 'কবুল হ্যায়' ইত্যাদিতে অভিনয় করতে দেখা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/156005c5baf40ff51a327f1c34f2975b99161.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাকেশ বাপাত: বলিউডে পা রেখেছিলেন বিখ্যাত ছবি 'তুম বিন' দিয়ে। এরপর বিভিন্ন হিন্দি সিরিয়াল যেমন 'সলোনি কা সফর', 'মর্যাদা: লেকিন কব তক?', 'হোঙ্গে জুদা না হম', 'কবুল হ্যায়' ইত্যাদিতে অভিনয় করতে দেখা যায়।
8/14
![মিলিন্দ গাবা: পঞ্জাবি গানের জগতের পরিচিত মুখ। এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতেও। তাঁর বিখ্যাত কিছু গান 'নজর লগ জায়েগি', 'সোনেয়া' ইত্যাদি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/d0096ec6c83575373e3a21d129ff8fef5f3bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিলিন্দ গাবা: পঞ্জাবি গানের জগতের পরিচিত মুখ। এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতেও। তাঁর বিখ্যাত কিছু গান 'নজর লগ জায়েগি', 'সোনেয়া' ইত্যাদি।
9/14
![কর্ণ নাথ: ২০০২ সালের 'ইয়ে দিল আশিকানা' ছবির রোম্যান্টিক নায়কের চরিত্রই তাঁকে সাধারণের কাছে নিয়ে আসে। এছাড়া 'পাগলপন', 'LOC কার্গিল', 'তুম - এ ডেঞ্জারাস অবশেসন' ইত্যাদি ছবিতে দেখা গেছে তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/ae566253288191ce5d879e51dae1d8c320486.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্ণ নাথ: ২০০২ সালের 'ইয়ে দিল আশিকানা' ছবির রোম্যান্টিক নায়কের চরিত্রই তাঁকে সাধারণের কাছে নিয়ে আসে। এছাড়া 'পাগলপন', 'LOC কার্গিল', 'তুম - এ ডেঞ্জারাস অবশেসন' ইত্যাদি ছবিতে দেখা গেছে তাঁকে।
10/14
![উর্ফি জাভেদ: লখনউয়ের ২৫ বছর বয়সী অভিনেত্রী উর্ফি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি। 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা', 'কসৌটি জিন্দেগি কে' ইত্যাদি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/62bf1edb36141f114521ec4bb417557925eb3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উর্ফি জাভেদ: লখনউয়ের ২৫ বছর বয়সী অভিনেত্রী উর্ফি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি। 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা', 'কসৌটি জিন্দেগি কে' ইত্যাদি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।
11/14
![অক্ষরা সিং: ভোজপুরী অভিনেত্রী। 'তাবাডালা', 'সরকার রাজ', 'সত্য' ইত্যাদি ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। ভোজপুরী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের অন্যতম। অভিনয় জগতে পা রাখেন ২০১০ সালে রবি কিশনের বিপরীতে 'সত্যমেব জয়তে' ছবিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/30e62fddc14c05988b44e7c02788e187bb2ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অক্ষরা সিং: ভোজপুরী অভিনেত্রী। 'তাবাডালা', 'সরকার রাজ', 'সত্য' ইত্যাদি ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। ভোজপুরী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের অন্যতম। অভিনয় জগতে পা রাখেন ২০১০ সালে রবি কিশনের বিপরীতে 'সত্যমেব জয়তে' ছবিতে।
12/14
![নিশান্ত ভট্ট: বিখ্যাত নৃত্যশিল্পী। বিভিন্ন টেলিভিশন তারকাদের তাঁদের ডান্স রিয়্যালিটি শোয়ের জন্য কোরিওগ্রাফ করেন নিশান্ত। 'সুপার ডান্সার চ্যাপ্টার ৩'-এ শেষ দেখা গেছে তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/8df7b73a7820f4aef47864f2a6c5fccf03aa5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিশান্ত ভট্ট: বিখ্যাত নৃত্যশিল্পী। বিভিন্ন টেলিভিশন তারকাদের তাঁদের ডান্স রিয়্যালিটি শোয়ের জন্য কোরিওগ্রাফ করেন নিশান্ত। 'সুপার ডান্সার চ্যাপ্টার ৩'-এ শেষ দেখা গেছে তাঁকে।
13/14
![নেহা ভাসিন: বলিউডের বিখ্যাত নেপথ্য গায়িকা। তাঁর হিট গানের তালিকা নেহাত ছোট নয়। 'কুছ খাস হ্যায়', 'দিল দিয়া গল্লা', 'চাসনি রিপ্রাইজ', 'জগ ঘুমেয়া' ছাড়াও আরও প্রচুর হিট গান গেয়েছেন। অনুরাগীদের মতে তাঁর ফ্যাশন সেন্স এবং অ্যাটিটিউড তাঁকে 'বিগ বস ওটিটি'-এর সঠিক প্রতিযোগী করে তুলবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/032b2cc936860b03048302d991c3498f43b66.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নেহা ভাসিন: বলিউডের বিখ্যাত নেপথ্য গায়িকা। তাঁর হিট গানের তালিকা নেহাত ছোট নয়। 'কুছ খাস হ্যায়', 'দিল দিয়া গল্লা', 'চাসনি রিপ্রাইজ', 'জগ ঘুমেয়া' ছাড়াও আরও প্রচুর হিট গান গেয়েছেন। অনুরাগীদের মতে তাঁর ফ্যাশন সেন্স এবং অ্যাটিটিউড তাঁকে 'বিগ বস ওটিটি'-এর সঠিক প্রতিযোগী করে তুলবে।
14/14
![মুস জট্টানা: নাম মুসকান, তবে মুস বলেই বেশি পরিচিত 'বিগ বস ওটিটি' সর্বকনিষ্ঠ এই প্রতিযোগীর। মোহালির মেয়ে তিনি, পড়াশোনা সেরেছেন অস্ট্রেলিয়ায়। পেশায় ইনফ্লুয়েন্সার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/9414a8f5b810972c3c9a0e2860c0753283738.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুস জট্টানা: নাম মুসকান, তবে মুস বলেই বেশি পরিচিত 'বিগ বস ওটিটি' সর্বকনিষ্ঠ এই প্রতিযোগীর। মোহালির মেয়ে তিনি, পড়াশোনা সেরেছেন অস্ট্রেলিয়ায়। পেশায় ইনফ্লুয়েন্সার।
Published at : 10 Aug 2021 08:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)