এক্সপ্লোর
Rani Mukerji Sindur Khela: আটপৌরে শাড়ি, শাঁখাপলা আর গালভর্তি সিঁদুরে অনবদ্য রানি, দশমীর রাতে বাঙালিয়ানার উদযাপন মায়ানগরীতে
Rani Mukerji: বিজয়া দশমীতে একেবারে অন্য রূপে হাজির নায়িকা। সিঁদুর খেলার পর বাজালেন কাঁসিও। নজর কাড়লেন রানি মুখোপাধ্যায়।
পিটিআই
1/10

নিজের বাঙালিয়ানা নিয়ে রাখঢাক করেননি কখনওই। বরং যখনই সময় পেয়েছেন, আরও বেশি করে বাঙালি পরিচয়কে সামনে রেখেছেন।
2/10

এবছর দুর্গাপুজোতেও সেই ধারা বজায় রাখলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। দশমীর রাতে সিঁদুর খেলায় মাতলেন যেমন, ঢাকিদের সঙ্গে তাল মিলিয়ে বাজালেন কাঁসিও।
3/10

মায়ানগরীর বুকে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোটি মুখোপাধ্যায়দের পুজো হিসেবেই পরিচিত। কাজল, রানি, তানিশা মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায় নিয়ম করে হাজিরা দেন সকলে।
4/10

এবারের পুজোও আগাগোড়া জমজমাট ছিল। কাজল-রানিরা তো ছিলেনই। পালা করে মণ্ডপে পৌঁছন ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডবানি, রাজকুমার রাও থেকে তাবড় তারকা।
5/10

কিন্তু দশমীর রাতের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন রানি। প্যাস্টেল শেড এবং গোলাপি রংয়ের শাড়ি পরেছিলেন আটপৌরে করে। হাতে ছিল শাঁখা-পলা। সঙ্গে হাতে-কানে-গলায় সোনার গহনা।
6/10

দশমীর রাতে দেবীবরণ থেকে সিঁদুর খেলা সবেতেই অংশ নেন রানি। সংবাদমাধ্যমের সামনে যখন হাজির হন, সিঁথি, কপাল, গাল একেবারে সিঁদুরে মাখা।
7/10

পরিবার-পরিজনদের পাশাপাশি ঢাকিদের সঙ্গেও আলাপ জমাতে দেখা যায় রানিকে। ঢাকে যেমন যেমন কাঠি পড়তে থাকে, তেমন তেমন কাঁসি বাজান রানি।
8/10

কাঁসি বাজানোই নয় শুধু, নাচও বাদ দেননি রানি। তাঁকে দেখে বাড়তি উৎসাহ পান ঢাকিরাও। তাতেই দশমীর রাতে জমে যায় মুখোপাধ্যায়দের বিজয়া দশমী।
9/10

বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত, তাঁর বোন ঈশিতা দত্ত এবং ঈশিতার স্বামী বৎসল শেঠও মুখোপাধ্যায়দের বিজয়া দশমীতে অংশ নেন। পরিচালক অনুরাগ বসুও উপস্থিত ছিলেন।
10/10

কপিল শর্মার শো-র দরুণ জনপ্রিয়তা হলেও, নিজস্ব আলাদা পরিচয়ও রয়েছে সুমনা চক্রবর্তীর। তিনি বাঙালিও। মুখোপাধ্যায়দের সঙ্গে বরাবর ঘনিষ্ঠতা তাঁর। নবমীর রাতে ধনুচি নাচের পর দশমীতে সিঁদুর খেলায় মাতেন তিনিও।
Published at : 25 Oct 2023 07:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















