এক্সপ্লোর
Shilpa Shetty Photos: নজরকাড়া আউটফিট, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন গ্ল্যামারাস শিল্পা

নজরকাড়া লুকস শিল্পার
1/12

জীবনে অনেক ঝড় ঝাপটা সামলেছেন এরমধ্যেই। কিন্তু তবুও নিজেকে শক্ত রেখেছন বলি ডিভা শিল্পা শেট্টি।
2/12

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শিল্পা। তিনি নিজের কিছু ছবি পোস্ট করেছেন যেখানে অসম্ভব সুন্দরী লাগছে তাঁকে।
3/12

বিভিন্নরকম আউটফিটে নজর কেড়েছেন শিল্পা। সেই ছবি ভাইরালও হয়েছে।
4/12

সবুজ রংয়ের একটি আউটফিটে দুর্দান্ত লাগছে শিল্পাকে। জীবনের আঁধার সরিয়ে উজ্জ্বল আলোয় ফেরার বার্তা দিচ্ছেন যেন।
5/12

সম্প্রতি বিমানবন্দরে শিল্পা ও তাঁর স্বামীকে একসঙ্গে দেখা গিয়েছিল। শিল্পার স্বামী রাজ সম্প্রতি পর্নোগ্রাফি কেসে জড়িয়েছেন।
6/12

বেশ কিছুদিন জেলে থাকার পর জামিনও পেয়ে যান রাজ। তবে এখনও স্বাভাবিক জীবনে সেভাবে ফিরতে পারেননি তিনি। শিল্পা যদিও স্বামীর পাশেই থেকেছেই খারাপ সময়েও।
7/12

শিল্পা শেঠি যে ছবিগুলি শেয়ার করেছেন তাতে ওয়ান সাইড অফ শোল্ডার গ্রিন পোশাক পরে আছে। সে তাঁর চুল খুলেছে, এই লুকে তাঁকে পুরো রানির মতো লাগছে।
8/12

এই ছবিগুলি শেয়ার করে শিল্পা লিখেছেন, 'কখনও অন্য কেউ আপনার উজ্জ্বলতা কমাতে পারবে না।'
9/12

তাঁর স্বামী গুরুতর অভিযোগে অভিযুক্ত। তবে মানসিকভাবে নিজেকে শক্ত রেখে ফের নতুন রিয়েলিটি শো দিয়ে আবারও টিভিতে কামব্যাক করছেন শিল্পা।
10/12

খুব তাড়াতাড়িই ইন্ডিয়া গট ট্যালেন্ট শোয়ে বিচারকের হটসিটে বসতে দেখা যাবে শিল্পাকে।
11/12

এই শোয়ে প্রথমবার দেখা যাবে তাঁকে। শিল্পার সঙ্গে থাকবেন বাদশা ও কিরণ খেরও।
12/12

শিল্পার ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা ভালবাসা ছুড়ে দিয়েছেন।
Published at : 27 Nov 2021 05:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
