এক্সপ্লোর
Urmila Matondkar: মাঝে ১৫ বছরের বিরতি, ছোট পর্দায় ফিরছেন ঊর্মিলা

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

ছবিতে দেখা মেলে না বহুদিন হল। প্রথম দিকে সাড়া ফেললেও, রাজনীতিতেও তেমন আজকাল দেখা যায় না। মাঝে কঙ্গনা রানাউতের সঙ্গে বিতর্ক হয়েছিল তাঁকে নিয়ে।
2/10

কিন্তু সব কিছু পিছনে ফেলে এ বার ছোট পর্দায় ফিরছেন বলিউড সুন্দরী ঊর্মিলা মাতন্ডকর। তাও আবার প্রায় ১৫ বছর পর। খুব শীঘ্রই একটি নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
3/10

ইনস্টাগ্রামে নিজেই ছোটপর্দায় ফেরার কথা জানিয়েছেন ঊর্মিলা। হিন্দি ভাষার রিয়্যালিটি শোয়ে ১৫ বছর পর ফিরছেন বলে জানিয়েছেন। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে সহ বিচারকের আসনে থাকবেন প্রখ্যাত কোরিওগ্রাফার রেমো ডি’সুজা।
4/10

একটি জনপ্রিয় হিন্দি টেলিভিশন চ্যানেলে ওই নাচের রিয়্যালিটি শো শীঘ্রই শুরু হতে চলেছে। মূলত সন্তান রয়েছে, এমন মায়েদের নিয়েই ওই অনুষ্ঠান। তাতেই দেখা যাবে ঊর্মিলাকে।
5/10

ঊর্মিলা জানিয়েছেন, সংসারের দায়িত্ব কাঁধে এসে যাওয়ার পর মেয়েদের জীবনে নিজের স্বপ্ন বলে আর কিছুই বেঁচে থাকে না। তাই নাচের মাধ্যমে যাঁরা সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে চান, তাঁদের যাত্রাপথের সাক্ষী থাকতে চান তিনি।
6/10

তবে শুধু ঊর্মিলাই নন, ওই নাচের রিয়্যালিটি শোয়ে আরও এক জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে বিচারকের ভূমিকায়। তিনি আর কেউ নন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ খ্যাত ভাগ্যশ্রী।
7/10

তাই ঊর্মিলা, রেমো এবং ভাগ্যশ্রী, এই ত্রয়ীর উপস্থিতিতে ওই নাচের রিয়্যালিটি শো-র নতুন সিজন আরও জমজমাট হতে চলেছে বলে আশা করছেন অনুরাগীরা।
8/10

অভিনয়ের পাশাপাশি, সুদীর্ঘ অভিনয় জীবনে নাচের পারদর্শিতার জন্যও প্রশংসা কুড়িয়েছেন ঊর্মিলা। ‘রঙ্গিলা’র বিখ্যাত নাচের দৃশ্যগুলি হোক বা ‘ছম্মা ছম্মা’, একসময় কাশ্মীর থেকে কন্যাকুমারী মাতিয়ে রেখেছিলেন ঊর্মিলা।
9/10

ইদানীংকালে সিনেমার পর্দায় ঊর্মিলার দেখাই পাওয়া যায় না। ২০১৬ সালে মহসিন আখতারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর থেকে প্রচারের আলো থেকেও অনেক সরে গিয়েছেন তিনি।
10/10

তবে নাচের শোয়ে মায়েদের স্বপ্ন ছোঁয়ার কথা বললেও, ঊর্মিলা এখনও সন্তান নেননি। তাঁর সাফ কথা, ‘‘প্রত্যেক মহিলাকেই মাহতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তা ছাড়া এমন অনেক বাচ্চা রয়েছে, যাঁদের ভালবাসা, যত্নের প্রয়োজন। তাঁদের আপন করে নিলেও মাতৃত্বের সুখ উপভোগ করা সম্ভব।’’
Published at : 08 Jun 2022 10:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
অটো
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
