এক্সপ্লোর
Bollywood Unknown Stories: চিত্রনাট্যের প্রয়োজনে নিয়ম ভেঙেছেন, তবুও পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি রয়েছে এইসব বলি নায়ক-নায়িকার
Film Industry Unknown Stories: কেবল আমিশা নন, একাধিক বলিউড ও অভিনেত্রী মেনে চলেন বড়পর্দায় এই 'নো কিসিং পলিসি' বা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার শর্ত।
একাধিক বলিউড ও অভিনেত্রী মেনে চলেন বড়পর্দায় এই 'নো কিসিং পলিসি' বা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার শর্ত।
1/11

'গদর ২' (Gadar 2)-এর সাফল্যের পরে এখন চর্চায় অভিনেত্রী আমিশা পটেল (Ameesha Patel)। দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরে যেন ম্যাজিক দেখালেন আমিশা ও সানি দেওল (Sunny Deol)- এর জুটি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমিশা জানিয়েছিলেন, তিনি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নন। এই কারণেই নাকি একাধিক ছবি বাতিল করেছেন তিনি। কিন্তু জানেন কী, কেবল আমিশা নন, একাধিক বলিউড ও অভিনেত্রী মেনে চলেন বড়পর্দায় এই 'নো কিসিং পলিসি' বা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার শর্ত।
2/11

সে সলমন খানের সঙ্গে হোক বা সানি দেওলের সঙ্গে... পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ আমিশা। এই শর্ত মেনেই তিনি একাধিক ছবিও বাতিল করেছেন। তবে আমিশা পটেল জানিয়েছেন, বড়পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বচ্ছন্দ্য নন তিনি। তবে চিত্রনাট্যের প্রয়োজনে এই শর্ত কয়েকবার ভেঙেছেন নায়িকা। তবে তিনি মনে করেন, সবকিছুতে একটা সীমাবদ্ধতা থাকা উচিত।
Published at : 24 Aug 2023 02:45 PM (IST)
আরও দেখুন






















