এক্সপ্লোর
Chandreyee Ghosh on Mission Everest: পিঠে অক্সিজেন সিলিন্ডার, পায়ে প্রায় ৭ কেজির জুতো, 'মিশন এভারেস্ট'-এর গল্পে চান্দ্রেয়ী
Chandreyee Ghosh: জানুয়ারি মাসে শ্যুটিং.. স্পিতি আর লাদাখে তখন তাপমাত্রা মাইনাস ২৪। রোজ ভোর ৪টেয় কলটাইম থাকত আর ৬টার সময় শুরু হল শ্যুটিং
পিঠে অক্সিজেন সিলিন্ডার, পায়ে প্রায় ৭ কেজির জুতো, 'মিশন এভারেস্ট'-এর গল্পে চান্দ্রেয়ী
1/10

তখন অনেকটা রাত হয়েছে। ঘুমোতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পরিচালক বন্ধুর ফোন। বললেন, সুনীতা হাজরার এভারেন্স (Mount Everest) জয়ের কাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে ছবি তৈরি হচ্ছে।
2/10

উচ্ছসিত হয়ে অভিনেত্রী প্রশ্ন করলেন, প্রধান চরিত্র কার? নিজের নাম শুনে এক মুহূর্তের জন্য চমকেও উঠলেন। তারপর সামলে নিয়ে পরিচালককে আশ্বাস দিলেন, 'হাতে ৮-৯ মাস সময় আছে তো? নিজেকে তৈরি করে নেব।'
Published at : 17 Sep 2022 12:05 AM (IST)
আরও দেখুন






















