এক্সপ্লোর
Bollywood At Cannes: রেড কার্পেটে দেশি জৌলুস, দীপিকা, তমন্না, নওয়াজ, 'কান' জুড়ে চাঁদের হাট
'কান' জুড়ে চাঁদের হাট।
1/11

কয়েক দশক আগেও হাতেগোনা কয়েক জনেরই পা পরত সেখানে। কিনব্তু আন্তর্জাতিক 'কান চলচ্চিত্র উৎসব'-এ ক্রমশই ভিড় বাড়ছে ভারতীয় তারকাদের। তাতে ছোট, বড়, মাঝারি, সব তারকাদেরই সমাগম চোখে পড়ছে গত কয়েক বছর ধরে।
2/11

এ বারে 'কান'-এ ভারতের তরফে সামনে থেকে প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন। বিশ্বের তাবড় পরিচালক, অভিনেতাদের ছবি যেখানে প্রদর্শিত হয়, সেখানে পুরস্কারের জন্য সেরা ছবি ঝাড়-বাছাইয়ের দায়িত্বে রয়েছেন দীপিকা।
Published at : 18 May 2022 12:39 PM (IST)
আরও দেখুন






















