এক্সপ্লোর
Shah Rukh Iconic Train Sequences: 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' থেকে 'পাঠান', একঝলকে শাহরুখের আইকনিক ট্রেন দৃশ্যগুলি
Shah Rukh Khan: রোম্যান্স ছেড়ে আদ্যোপান্ত অ্যাকশন হিরো 'পাঠান' হয়ে ওঠার মধ্যেও তাঁর একাধিক ছবিতে দেখা গেছে ট্রেনের দৃশ্য। এক ঝলকে রইল তিন দশক ধরে কিং খানের সঙ্গে ট্রেনের সম্পর্ক।

ছবি সৌজন্য: পিটিআই
1/10

৩২ বছর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শাহরুখ খান। ইচ্ছে ছিল অ্যাকশন হিরো হবেন, কিন্তু হয়ে উঠলেন 'রোম্যান্টিক কিং'।
2/10

রোম্যান্স ছেড়ে আদ্যোপান্ত অ্যাকশন হিরো 'পাঠান' হয়ে ওঠার মধ্যেও তাঁর একাধিক ছবিতে দেখা গেছে ট্রেনের দৃশ্য। এক ঝলকে রইল তিন দশক ধরে কিং খানের সঙ্গে ট্রেনের সম্পর্ক।
3/10

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে: ১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি ট্রেনের দৃশ্য সকলের মনে গেঁথে আছে। ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়ে রাজ রয়েছে তাঁর সিমরনের হাতের অপেক্ষায়। প্রেমের মিলনের এই দৃশ্য অতি পরিচিত।
4/10

'দিল সে': ট্রেনের মাথায় চড়ে শাহরুখ খানের সঙ্গে মালাইকা অরোরার বিখ্যাত নাচ 'ছইয়াঁ ছইয়াঁ'। সুখবিন্দর সিংহের জোরদার কণ্ঠ, সঙ্গে মন মাতানো নাচ সিনেপ্রেমীদের অন্যতম পছন্দের।
5/10

'কুছ কুছ হোতা হ্যায়': ট্রেনের কামরায় অঞ্জলি, তাঁকে যেতে বারণ করতে আসা প্রিয় বন্ধু রাহুল। শাহরুখ-কাজল জুটির আরও এক অনবদ্য দৃশ্যও ট্রেনেই রয়েছে।
6/10

'রা ওয়ান': বক্স অফিসে বিশেষ না চললেও এই ছবিতে ট্রেনে একটি অ্যাকশন দৃশ্য শ্যুট হয়েছিল। ব্যবহার করা হয়েছিল আসল ট্রেন। স্পাইডারম্যানের মতো ট্রেনের গা বেয়ে দুষ্টের দমন করতে দেখা গিয়েছিল কিং খানকে।
7/10

'চেন্নাই এক্সপ্রেস': শাহরুখ-দীপিকা জুটির অত্যন্ত জনপ্রিয় ছবি। তামিল মীনাম্মার সঙ্গে ট্রেনেই প্রথম আলাপ হয় শাহরুখের। মীনাম্মা ও তাঁর গোটা পরিবারকে ট্রেনে ওঠার হাত দিয়ে নিজের জীবনে কী সর্বনাশ রাহুল ডেকে এনেছিল তা তো সকলেরই জানা।
8/10

'পাঠান': বক্স অফিসে ঝড় তোলা 'পাঠান' ছবির অন্যতম ভালবাসা পাওয়া দৃশ্য হচ্ছে ট্রেনে যখন শাহরুখ ও সলমন খানকে একসঙ্গে মারপিট করতে দেখা যায়। হল ফেটে পড়ে উচ্ছ্বাসে।
9/10

প্রসঙ্গত, বক্স অফিস মাতিয়ে রেখেছে 'পাঠান'। সপ্তম দিনে এসে ভারতীয় বক্স অফিসে ২৩ কোটি টাকার ব্যবসা করল সিদ্ধার্থ আনন্দের ছবি। এর মধ্যে হিন্দি সংস্করণের আয় ২২ কোটি, বাকি ভাষায় ১ কোটি।
10/10

দেশের সঙ্গে বিদেশের মাটিতেও 'পাঠান'রাজ চলছে। সপ্তম দিনে এই ছবি বিশ্ববাজারে ১৫ কোটি টাকার ব্যবসা করেছে। 'পাঠান' ২৯.২৭ মিলিয়ন ডলার আয় করেছে যার ফলে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে ৬৩৪ কোটি টাকায়।
Published at : 01 Feb 2023 09:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
