এক্সপ্লোর
'Don 3' Update: ফারহান পরিচালিত রণবীরের 'ডন ৩' ছবির শ্যুটিং ফের পিছিয়ে গেল? নেপথ্যে কোন কারণ?
'Don 3': এবার শাহরুখ খানের জুতোয় পা গলাবেন রণবীর সিংহ। ফারহান আখতারের পরিচালনায় 'ডন' হিসেবে দেখা যাবে তাঁকে। কিন্তু কেন পিছিয়ে গেল শ্যুটিং?
'ডন ৩' ছবির শ্যুটিং ফের পিছিয়ে গেল, কেন?
1/10

শাহরুখ খান নন, এবার বড়পর্দায় 'ডন' হিসেবে আত্মপ্রকাশ করবেন রণবীর সিংহ। সেই খবর মিলেছিল আগেই। এমনকী কাস্টে যোগ দিয়েছেন কিয়ারা আডবাণী, সেই ঘোষণাও হয়ে গিয়েছে।
2/10

কিন্তু এই আবহেই শোনা যাচ্ছে যে ফারহান আখতার পরিচালিত এই ছবির কাজ পিছিয়ে গেল। কিন্তু কেন? এই বিষয়ে যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
3/10

শাহরুখ খানের বদলে অন্য কাউকে 'ডন' হিসেবে দেখতে হবে তা হয়তো অনুরাগীরা আশা করেননি। ফলে রণবীরের নাম ঘোষণা হতেই হতাশা প্রকাশ করেছিলেন অনেকেই।
4/10

তবে সব বাধা কাটিয়ে শোনা গিয়েছিল এই বছরের অগাস্টেই শুরু হবে ছবির শ্যুটিং। কিন্তু তারপর ফারহান জানান যে শ্যুটিং শুরু হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে।
5/10

কিন্তু কেন এই বিলম্ব? নিউজ ১৮-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ফারহান আখতার নিজে তাঁর অভিনয় নিয়ে এখন ব্যস্ত।
6/10

বুধবার, ৪ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা-পরিচালক-গায়ক ঘোষণা করেন যে তিনি '১২০ বাহাদুর' নামক ছবিতে মেজর শয়তান সিংহ পিভিসি-র চরিত্রে অভিনয় করবেন।
7/10

এই ছবি ভারত-চীন যুদ্ধের সময় ১৯৬২ সালের রেজাং যুদ্ধের চিত্রপট তুলে ধরবে। প্রথম লুক শেয়ারের মাধ্যমে ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে।
8/10

সূত্রের খবর, নিজের পরিচালনার কাজ শুরুর আগে তিনি '১২০ বাহাদুর' ছবির নির্মাতাদের দেওয়া কথা রাখছেন। এবং এতে মাস কয়েক সময় লাগবে বলে 'ডন ৩'র কাজ ৪ মাস মতো পিছিয়ে দেওয়া হয়েছে।
9/10

ফলে আন্দাজ করা যায় যে 'ডন ৩' ছবির শ্যুটিং শুরু হতে পারে আগামী বছর মে-জুন মাস নাগাদ। এছাড়া রণবীর সিংহ নিজেও আদিত্য ধরের পরবর্তী ছবিতে মন দিয়েছেন।
10/10

'ডন ৩' ছবিতে দেখা যাবে কিয়ারাকেও। তবে অভিনেত্রী আপাতত ব্যস্ত অয়ন মুখোপাধ্যায়ের 'ওয়ার ২' ছবির শ্যুটিংয়ে হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে।
Published at : 06 Sep 2024 02:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























