এক্সপ্লোর
Heeramandi Premiere:'হিরামান্ডি'-র প্রিমিয়ারে চাঁদের হাট, কে কে এলেন? দেখে নিন একঝলকে
Sanjay Leela Bhansali First Web Series:আর কয়েকদিন। তার পরেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'হিরামান্ডি।' বুধবারই হয়ে গেল প্রিমিয়ার।
'হিরামান্ডি'-র প্রিমিয়ারে চাঁদের হাট, কে কে এলেন? দেখে নিন একঝলকে (ছবি:PTI)
1/10

আর কয়েকদিন। তার পরেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'হিরামান্ডি।' বহু প্রতীক্ষিত এই সিরিজ এমনিতেই 'অনসম্বল কাস্ট।' তার উপর হালে, তার স্পেশ্য়াল স্ক্রিনিং উপলক্ষ্যে প্রায় গোটা বলিউডই হাজির হয়ে যায়। (ছবি:PTI)
2/10

সূত্রের খবর, সিরিজে 'ফরদিন' নামে একটি চরিত্রে অভিনয় করেছন সোনাক্ষী সিনহা। 'প্রিমিয়ার'-র দিন তিনি সেজেছিলেন কালো এবং সোনালি কাজের শাড়িতে। সঙ্গে 'স্লিক বান', মানানসই গয়না এবং মেক-আপ তো ছিলই। (ছবি:PTI)
Published at : 25 Apr 2024 08:23 PM (IST)
আরও দেখুন






















