এক্সপ্লোর
Parineeti Chopra: বিমানবন্দরে ফুরফুরে মেজাজে পরিণীতি চোপড়া, বলিউড ডিভাকে দেখতেই ছবির বন্যা
Parineeti Chopra: বিমানবন্দরে কালো পোশাকে দেখা গিয়েছে পরিণীতিকে। চোখে কালো সানগ্লাস। এবং সঙ্গে গোল্ডেন চেন দেওয়া কালো রঙের স্টাইলিস ব্যাগ।
বিমানবন্দরে ফুরফুরে মেজাজে পরিণীতি চোপড়া, বলিউড ডিভাকে দেখতেই ছবির বন্যা
1/10

বিয়ের পর রাঘবের সঙ্গে পঞ্চাবের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। আর দশ জন ভক্তদের মতোই তিনি সেখানে গিয়ে সেবা করেছিলেন পরিণীতি ।
2/10

'ইশকজাদে' দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করে, সাফল্য পেয়েছিলেন। তবে সে সুখের পথ সুদীর্ঘ হয়নি।
Published at : 16 Jul 2023 05:01 PM (IST)
আরও দেখুন






















