এক্সপ্লোর
FAFDA: ডিজিটাল অ্যাওয়ার্ড শো-তে কার মাথায় উঠল কোন শিরোপা? দেখে নিন এক ঝলকে
FAFDA
1/10

করোনা পরিস্থিতিতে যখন ঘরবন্দি হয়ে গোটা বিনোদন দুনিয়ার মনখারাপ, তখন ডিজিটাল মাধ্যমে প্রথমবার আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড শো-এর। নীল রায় (Neil Roy) ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এটিই প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো।
2/10

শো-এর পরিচালক নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে বন্দি, তখনই এই ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো-এর ভাবনা মাথায় আসে তাঁদের। গতবছর এই শো সম্পূর্ণভাবে ভার্চুয়ালি হলেও এবার অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা অভিনত্রীরা। এই শো-এর পরিকল্পনা করা হয়েছিল একেবারে অন্যরকমভাবে। ছোট্ট ছোট্ট রিল ভিডিও দিয়ে সাজানো হয়েছে গোটা অনুষ্ঠান। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এই বছর বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুটিং করতে পেরেছেন অভিনেতা অভিনেত্রীরা। আর তাই এবারের 'ফাফদা' (FAFDA) আরও ঝকঝকে হবে বলেই আয়োজকদের আশা। ইতিমধ্যেই বিভিন্ন তারকাদের সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঝলক। প্রায় ১২৪৫টা রিল বানানো হয়েছে গোটা শো-এর জন্য।
Published at : 26 Jan 2022 08:30 PM (IST)
আরও দেখুন






















