এক্সপ্লোর
In Pics: দিব্যা ভারতী থেকে সিদ্ধার্থ শুক্লা, মাঝপথেই থমকে গিয়েছে এই সেলেবদের প্রেম-কাহিনী
love story of these famous stars could never be completed
1/7

বলিউডের বেশ কয়েকজন তারকাই তাঁদের লক্ষ লক্ষ অনুরাগীদের ছেড়ে অকালেই বিদায় নিয়েছেন। আর তাঁদের প্রেমকাহিনীও এমন ছিল, যা কখনও ভোলা সম্ভব নয়। দেখে নেওয়া যাক এমনই কিছু অসমাপ্ত প্রেম-কাহিনী।
2/7

বিয়ের এক বছর পর মারা গিয়েছিলেন দিব্যা ভারতী। তাঁর মৃত্যুর পর বহু বছর শোকবিহ্বল ছিলেন তাঁর স্বামী সাজিদ নাদিয়াওয়ালা।
3/7

২০১৩-তে মৃত্যু হয়েছিল জিয়া খানের। তাঁর দেহ উদ্ধার হয়েছিল বাড়ি থেকে। জিয়ার মৃত্যুর ক্ষেত্রে তাঁর বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। মৃত্যুর সঙ্গে সঙ্গে জিয়ার প্রেমকাহিনীও অসম্পূর্ণ থেকে যায়।
4/7

২০২০-তে ইমলি-খ্যাত ময়ুরী দেশমুখের স্বামী আশুতোষের মৃত্যু হয়েছিল। ময়ুরী আশুতোষের মৃত্যুর পর সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নেন।
5/7

২০১৬-তে মারা গিয়েছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুর সঙ্গে সঙ্গেই রাহুল রাজ ও প্রত্যুষার প্রেম কাহিনী মাঝপথেই থমকে গিয়েছিল।
6/7

২০২০-তে মৃত্যু হয় সুশান্ত সিংহ রাজপুতের। এভাবে রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেম অসম্পূর্ণ থেকে যায়।
7/7

জনপ্রিয় টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের দীর্ঘদিন একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল। দুজনের সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষায় ছিলেন তাঁদের অনুরাগীরা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হল না। গত ২ সেপ্টেম্বর অকালেই প্রয়াত হলেন সিদ্ধার্থ।
Published at : 04 Sep 2021 01:41 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















