এক্সপ্লোর
Bollywood Deaths: খ্যাতির মধ্যগগনে থাকাকালীন অল্প বয়সেই মৃত্যু হয়েছে বলিউডের এই অভিনেত্রীদের

ছবি- স্মিতা পাটিল ও দিব্যা ভারতী
1/4

জিয়া খান। এই অভিনেত্রীর মৃত্যুর কথা আমরা সবাই জানি। ২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সে জুহুর অ্যাপার্টমেন্ট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এনিয়ে গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে যায়। "নিঃশব্দ", "হাউসফুল" সহ একাধিক হিন্দি ছবিতে দেখা গেছে তাঁকে। তাঁর মৃত্যু মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে চার্জ গঠনও হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন অভিনেতা।
2/4

দিব্যা ভারতী। বলিউডের অন্যতম নাম। তেলেগু ইন্ডাস্ট্রিতেও পরিচিত নাম। নিজের সময়ের অন্যতম সুন্দরী এবং সফল অভিনেত্রী ছিলেন। বিশ্বাত্মা, শোলা ঔর শবনম, দিওয়ানার মতো হিন্দি ছবিতে দাপিয়ে অভিনয় করেছিলেন। তাঁর প্রতিভার নমুনা হিসেবে রয়েছে ফিল্মফেয়ার পুরস্কার। বেস্ট ফিমেল ডেবিউ হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সে মারা যান তিনি। ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন। তাঁর মৃত্যু ঘিরে এখনও রহস্য অব্যাহত। উঠেছে অনেক ষড়যন্ত্রের তত্ত্বও।
3/4

সৌন্দর্য্য। দক্ষিণ ভারতের দাপুটে অভিনেত্রী ছিলেন। অমিতাভ বচ্চনের সঙ্গে "সূর্যবংশম" ছবিতে অভিনয় করেছেন। শুধু সুন্দরীই নয়, ভাল অভিনেত্রীও ছিলেন সৌন্দর্য্য। ২০০৪ সালে এক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। একটি রাজনৈতিক দলের হয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। আচমকা ওই বিমান দুর্ঘটনায় তাঁর ভাই অমরনাথেরও মৃত্যু হয়েছিল।
4/4

বলিউড ইন্ডাস্ট্রির অপর এক স্মরণীয় নাম স্মিতা পাটিল। খুব বড় মাপের অভিনেত্রী ছিলেন স্মিতা। একাধিক ভালো ছবিতে অভিনয় করেছেন। আজও ফ্যানরা তাঁর অভাব বোধ করেন। অভিনেতা রাজ বব্বরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের এক পুত্র আছে । নাম প্রতীক বব্বর। কিন্তু, প্রতীকের জন্মের দুই সপ্তাহ পর কিছু শারীরিক জটিলতার কারণে মাত্র ৩১ বছর বয়সে মারা যান স্মিতা।
Published at : 22 Jul 2021 02:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
