এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Ganesh Visarjan 2021: ছেলে ও মেয়েকে নিয়ে গণেশ পুজোর পর বিসর্জনে সামিল শিল্পা শেট্টি
Shilpa Shetty during Ganpati Visarjan
1/10

অশ্লীল ভিডিও মামলায় স্বামী রাজ কুন্দ্রা জেলে। এরইমধ্যে সপরিবারে গণেশ চতুর্থী উদযাপন করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি।
2/10

গণেশ চতুর্থী সারা দেশেই উদযাপিত হয়। এই উৎসবের জন্য শিল্পা গণপতি বাপ্পার মূর্তি বাড়িতে এনেছিলেন শিল্পা। এবং ছেলে বিয়ান ও মেয়ে সমিতার সঙ্গে উৎসবে সামিল হয়েছিলেন।
3/10

স্বামী জেলে থাকার পরও বাড়িতে গণেশের মূর্তি এনে গণেশ চতুর্থী উদযাপনের জন্য সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছিল শিল্পাকে। যদিও অনেকেই আবার প্রথা মেনে চলায় তাঁর প্রশংসাও করেছিলেন।
4/10

গণেশের আরাধনার পর এবার বিসর্জন। গণেশ মূর্তির বিসর্জনেও সামিল হলেন শিল্পা। মুম্বইয়ের জুহুতে বাসভবনেই আয়োজিত হলে বিসর্জনের। সেখানে ছেলে, মা অন্যান্যদের সঙ্গে সামিল হতে দেখা গেল শিল্পাকে।
5/10

ছেলে বিহানের মতোই পোশাক পরে থাকতে দেখা গেল শিল্পাকে। মেয়ে সমিতার সঙ্গেও এভাবেই টিউনিং করিয়েছিলেন শিল্পা। আর এর একটা ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন।
6/10

চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই গণেশ চতুর্থী উদযাপন করলেন শিল্পা। আর উৎসবের কিছু ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের জন্য শেয়ারও করেছেন তিনি।
7/10

পোস্ট শেয়ার করে শিল্পা লিখেছেন, ওম গণ গণপতায় নমো নমোহ! শ্রী সিদ্ধিবিনায়ক নমো নমোহ!অষ্ট বিনায়ক নমো নমোহ! গণপতি বাপ্পা মোরিয়া!
8/10

গণেশ চতুর্থীর আগে গত বুধবার বাড়িতে গণেশের মূর্তি এনেছিলেন অভিনেত্রী।
9/10

শিল্পার গণেশের মূর্তি বাড়িতে আনার ছবিও ধরা পড়েছিল ক্যামেরায়।
10/10

শিল্পা বর্তমানে সুপার ডান্সার চ্যাপ্টাপ ৪-এ জাজের ভূমিকা পালন করছেন।
Published at : 12 Sep 2021 09:38 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























