এক্সপ্লোর
Google Year In Search 2021:এ বছর সবচেয়ে বেশি সার্চ কোন তারকাদের, তালিকা প্রকাশ করল গুগল
Google Year In Search 2021
1/11

চলতি ২০২১ সাল শেষের মুখে। এরমধ্যে গুগল তাদের ‘ইয়ার ইন সার্চ লিস্ট’ প্রকাশ করেছে। সেইসঙ্গে ভারতে টপ সার্চ ট্রেন্ডও প্রকাশ করেছে। এমনই একটি মোস্ট সার্চড ফর সেলিব্রিটি তালিকায় রয়েছেন নীরজ চোপড়া থেকে শুরু করে আরিয়ান খানও। দেখে নেওয়া যাক সেই তালিকা।
2/11

ভারতে গুগলে সবচেয়ে বেশি যে তারকাদের খোঁজা হয়েছে, সেই তালিকায় সবার প্রথমে টোকিও অলিম্পিক গেমসে সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে চমকপ্রদ সাফল্যের আগে নীরজ সম্পর্কে অনেকেই বেশি কিছু জানতেন না। কিন্তু অলিম্পিক্সে ট্রাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম সোনার পদক এনে দেওয়ার পর ২৩ বছরের এই তারকা অ্যাথলিট জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান।
Published at : 20 Dec 2021 05:30 PM (IST)
আরও দেখুন






















