এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gulzar Birthday: শুধু কবিতাতেই নয়, কমেডিতেও জাভেদ আখতারের সঙ্গে গুলজারের বন্ধুত্ব অটুট
Gulzar and Javed Akhtar: গান লেখা থেকে ছবি পরিচালনায় হৃদয় জিতেছেন তামাম ভারতবাসীর। আর ততটাই বন্ধুত্বে দিগন্ত ছোঁয়া। আজ গুলজারের জন্মদিনে, জাভেদ আখতারের সঙ্গে ফেলা আসা কিছু মুহূর্ত ফিরে দেখা যাক।
![Gulzar and Javed Akhtar: গান লেখা থেকে ছবি পরিচালনায় হৃদয় জিতেছেন তামাম ভারতবাসীর। আর ততটাই বন্ধুত্বে দিগন্ত ছোঁয়া। আজ গুলজারের জন্মদিনে, জাভেদ আখতারের সঙ্গে ফেলা আসা কিছু মুহূর্ত ফিরে দেখা যাক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/2e3628247139cc31478d1d94c286a5051692360579487484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু কবিতাতেই নয়, কমেডিতেও জাভেদ আখতারের সঙ্গে গুলজারের বন্ধুত্ব অটুট
1/10
![বিমান বন্দরে নেমেছেন জাভেদ আখতার। এদিকে বিমানবন্দরে একজন নিজেকে ভক্ত বলে দাবি করে জানান, তিনি গুলজারের বড়সড় ভক্ত। আসলে জাভেদ আখতারকেই ওই ভক্ত গুলজার বলে ঠাহরেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/799bad5a3b514f096e69bbc4a7896cd998644.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিমান বন্দরে নেমেছেন জাভেদ আখতার। এদিকে বিমানবন্দরে একজন নিজেকে ভক্ত বলে দাবি করে জানান, তিনি গুলজারের বড়সড় ভক্ত। আসলে জাভেদ আখতারকেই ওই ভক্ত গুলজার বলে ঠাহরেছেন।
2/10
![এদিকে ওই ভক্ত প্রশ্ন তুলেছেন, কেন আচমকা বিমানবন্দরে। আসলে আনন্দে এতটাই আত্মহারা, কী আর করা যায় ! অগত্যা ওই ভক্তকে উত্তর দেন। বলেন, বিমানে করে বন্ধু জাভেদ আখতার আসছেন। তাঁকে রিসিভ করতেই এসেছেন কিনা তিনি ! মানেটা এই দাঁড়াল ওই ভক্তের দাবি অনুযায়ী নিজেকে তিনি গুলজার বলেই সম্মতি জানিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/fe5df232cafa4c4e0f1a0294418e5660ca5f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিকে ওই ভক্ত প্রশ্ন তুলেছেন, কেন আচমকা বিমানবন্দরে। আসলে আনন্দে এতটাই আত্মহারা, কী আর করা যায় ! অগত্যা ওই ভক্তকে উত্তর দেন। বলেন, বিমানে করে বন্ধু জাভেদ আখতার আসছেন। তাঁকে রিসিভ করতেই এসেছেন কিনা তিনি ! মানেটা এই দাঁড়াল ওই ভক্তের দাবি অনুযায়ী নিজেকে তিনি গুলজার বলেই সম্মতি জানিয়েছেন।
3/10
![বোঝাই যাচ্ছে, যেদিন ওই ভক্ত আদতেই দুই জনের ছবি দেখে চিনবেন, সেদিন আদতে কী অবস্থা হবে। তবে এখানেই শেষ নয়, এক বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই গল্প বন্ধু গুলজারকে শুনিয়েছিলেন। তবে গুলজারই বা কম যায় কিসে !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/18e2999891374a475d0687ca9f989d83e4db5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বোঝাই যাচ্ছে, যেদিন ওই ভক্ত আদতেই দুই জনের ছবি দেখে চিনবেন, সেদিন আদতে কী অবস্থা হবে। তবে এখানেই শেষ নয়, এক বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই গল্প বন্ধু গুলজারকে শুনিয়েছিলেন। তবে গুলজারই বা কম যায় কিসে !
4/10
![ব্যাস সাদা পাঞ্জাবীর পকেট থেকে একটা কাগজ বের করলেন গুলজার। সেখানে একটি কবিতা লেখা। এবং সেটাও মূলত এক অনুরাগীরই কাহিনী। এক মহিলা অনুরাগী এসে একদিন গুলজারকে বলেন, তিনি বড়সড় ভক্ত গুলজারের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/156005c5baf40ff51a327f1c34f2975ba3ee4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যাস সাদা পাঞ্জাবীর পকেট থেকে একটা কাগজ বের করলেন গুলজার। সেখানে একটি কবিতা লেখা। এবং সেটাও মূলত এক অনুরাগীরই কাহিনী। এক মহিলা অনুরাগী এসে একদিন গুলজারকে বলেন, তিনি বড়সড় ভক্ত গুলজারের।
5/10
![কিন্তু শেষটায় দেখায় যে লেখাটার কথা ওই মহিলা জানান, সেটি মূলত জাভেদ আখতার। ব্যাস রসিক গুলজার এনিয়েই লেখেন কবিতা। হাসির রোল ওঠে দর্শক আসনে। হাসতে হাসতে চোখ ভরে যায় জাভেদ আখতারের। এখানে শাবানা আজমিও একটি ঘটনা উল্লেখ করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/ae566253288191ce5d879e51dae1d8c3f9c77.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু শেষটায় দেখায় যে লেখাটার কথা ওই মহিলা জানান, সেটি মূলত জাভেদ আখতার। ব্যাস রসিক গুলজার এনিয়েই লেখেন কবিতা। হাসির রোল ওঠে দর্শক আসনে। হাসতে হাসতে চোখ ভরে যায় জাভেদ আখতারের। এখানে শাবানা আজমিও একটি ঘটনা উল্লেখ করেন।
6/10
![কে বড় ? দুজনের মধ্যে কি লেখা নিয়ে হিংসা হয় না ? বিখ্যাত কিংবদন্তিদের নিয়ে তুলনা টানার কৃতিত্ব বরাবরই নিয়েছে একাংশ। সেই তালিকায় বাদ পড়েননি গুলজার ও জাভেদ আখতারও। তবে এই বিতর্কিত বিষয়টিই বড় মিষ্টিভাবে ব্যাখ্যা দিলেন শাবানা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/d0096ec6c83575373e3a21d129ff8fef7b12a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কে বড় ? দুজনের মধ্যে কি লেখা নিয়ে হিংসা হয় না ? বিখ্যাত কিংবদন্তিদের নিয়ে তুলনা টানার কৃতিত্ব বরাবরই নিয়েছে একাংশ। সেই তালিকায় বাদ পড়েননি গুলজার ও জাভেদ আখতারও। তবে এই বিতর্কিত বিষয়টিই বড় মিষ্টিভাবে ব্যাখ্যা দিলেন শাবানা।
7/10
![শাবানা বলেন, একবার তাঁর একটা সুর মাথায় আসে। একই সময়ে একঘরে গুলজারকে বসিয়ে সেই সুর শোনান। পাশের ঘরে জাভেদ আখতারকে বসিয়ে সর শুনিয়ে, দুজনকেই গানের কথা বসাতে বলেন। ব্যাস ১ মিনিটের মধ্যেই গান রেডি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/032b2cc936860b03048302d991c3498f8d38b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শাবানা বলেন, একবার তাঁর একটা সুর মাথায় আসে। একই সময়ে একঘরে গুলজারকে বসিয়ে সেই সুর শোনান। পাশের ঘরে জাভেদ আখতারকে বসিয়ে সর শুনিয়ে, দুজনকেই গানের কথা বসাতে বলেন। ব্যাস ১ মিনিটের মধ্যেই গান রেডি।
8/10
![দুজনেই সম্পর্ক নিয়ে গান বানিয়েছেন একই সুরে। শুধু অনুভূতিটা আলাদা। শাবানা বলেন, শুধু এটুকু পার্থক্য ওনাদের মধ্যে। ফের হাসির রোল ওঠে দর্শক আসনে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/8cda81fc7ad906927144235dda5fdf15313ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুজনেই সম্পর্ক নিয়ে গান বানিয়েছেন একই সুরে। শুধু অনুভূতিটা আলাদা। শাবানা বলেন, শুধু এটুকু পার্থক্য ওনাদের মধ্যে। ফের হাসির রোল ওঠে দর্শক আসনে।
9/10
![আজ গুলজারের জন্মদিন। ৮৯ এ পা দিয়েছেন তিনি। কলেজ লাইফ থেকে এখনও অবধি অসংখ্য কবিতা লিখেছেন তিনি। রবিঠাকুরের কবিতাকেও করেছেন হিন্দিতে অনুবাদ। একের পর এক ছবিও পরিচালনা করেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/18e2999891374a475d0687ca9f989d832a949.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ গুলজারের জন্মদিন। ৮৯ এ পা দিয়েছেন তিনি। কলেজ লাইফ থেকে এখনও অবধি অসংখ্য কবিতা লিখেছেন তিনি। রবিঠাকুরের কবিতাকেও করেছেন হিন্দিতে অনুবাদ। একের পর এক ছবিও পরিচালনা করেছেন তিনি।
10/10
![বাঙালি তাঁর ভারি পছন্দ। বাঙালি পরিচালক বিমল রায়ের সঙ্গেই প্রথম কাজ শুরু করেছিলেন। এখন গুরু মানেন তাঁকেই। একাধিক বাঙালি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। এমনকি বিয়ে করেছিলেন এক বাঙালিকেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880039ba0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাঙালি তাঁর ভারি পছন্দ। বাঙালি পরিচালক বিমল রায়ের সঙ্গেই প্রথম কাজ শুরু করেছিলেন। এখন গুরু মানেন তাঁকেই। একাধিক বাঙালি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। এমনকি বিয়ে করেছিলেন এক বাঙালিকেই।
Published at : 18 Aug 2023 05:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)