এক্সপ্লোর
Gulzar Birthday: শুধু কবিতাতেই নয়, কমেডিতেও জাভেদ আখতারের সঙ্গে গুলজারের বন্ধুত্ব অটুট
Gulzar and Javed Akhtar: গান লেখা থেকে ছবি পরিচালনায় হৃদয় জিতেছেন তামাম ভারতবাসীর। আর ততটাই বন্ধুত্বে দিগন্ত ছোঁয়া। আজ গুলজারের জন্মদিনে, জাভেদ আখতারের সঙ্গে ফেলা আসা কিছু মুহূর্ত ফিরে দেখা যাক।
শুধু কবিতাতেই নয়, কমেডিতেও জাভেদ আখতারের সঙ্গে গুলজারের বন্ধুত্ব অটুট
1/10

বিমান বন্দরে নেমেছেন জাভেদ আখতার। এদিকে বিমানবন্দরে একজন নিজেকে ভক্ত বলে দাবি করে জানান, তিনি গুলজারের বড়সড় ভক্ত। আসলে জাভেদ আখতারকেই ওই ভক্ত গুলজার বলে ঠাহরেছেন।
2/10

এদিকে ওই ভক্ত প্রশ্ন তুলেছেন, কেন আচমকা বিমানবন্দরে। আসলে আনন্দে এতটাই আত্মহারা, কী আর করা যায় ! অগত্যা ওই ভক্তকে উত্তর দেন। বলেন, বিমানে করে বন্ধু জাভেদ আখতার আসছেন। তাঁকে রিসিভ করতেই এসেছেন কিনা তিনি ! মানেটা এই দাঁড়াল ওই ভক্তের দাবি অনুযায়ী নিজেকে তিনি গুলজার বলেই সম্মতি জানিয়েছেন।
Published at : 18 Aug 2023 05:39 PM (IST)
আরও দেখুন






















