একবার এক সাক্ষাৎকারে দিয়া মির্জাকে জিজ্ঞাসা করা হয়, যদি তিনি এই পৃথিবী থেকে কোনও কিছু দূর করতে পারেন, তাহলে কী করতে চান। দিয়া মির্জা জানান, তিনি প্লাস্টিক মুক্ত পৃথিবী দেখতে চান।
5/10
রাতে ভালো ঘুমের জন্য প্রতিদিন ঘুমতে যাওয়ার আগে পা ধুয়ে তবে শুতে যান অভিনেত্রী।
6/10
বাড়ির মধ্যে বেশিরভাগ সময়টাই বাগানে কাটাতে পছন্দ করেন দিয়া মির্জা। শুধু বাগানেই নয়, বাগানে গিয়ে মাটি ও ঘাসের মধ্যে বসতে ভালোবাসেন।
7/10
একদিকে যখন বলিউড তারকারা মোটা হয়ে যাওয়ার আশঙ্কায় মিষ্টি খাওয়া ত্যাগ করেন, সেদিকে দিয়া মির্জা নাকি মিষ্টি খেতে খুব ভালোবাসেন। বহুবার অভিনেত্রী নিজেই এই পছন্দের কথা জানিয়েছেন।
8/10
একজন বলিউড অভিনেত্রী হয়ে অভিনয় ছাড়া আর কোন কাজ করতে সবথেকে বেশি পছন্দ করেন দিয়া মির্জা? জানা যায়, তিনি নাকি রান্না করতে খুব ভালোবাসেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি রান্না করতে এবং অন্যকে খাওয়াতে খুব ভালোবাসেন।
9/10
একবার এক সাক্ষাৎকারে দিয়া মির্জাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলিউডের কোন বিখ্যাত চরিত্রে অভিনয় করতে চান তিনি। দিয়া মির্জা উত্তর দিয়েছিলেন, মধুবালা।
10/10
শোনা যায়, বলিউডে ডেবিউ করার আগে অভিনয়ের কোনও কিছুর সঙ্গেই জড়িয়ে ছিলেন না দিয়া মির্জা। বরং তিনি হায়দরাবাদে এক মাল্টিমিডিয়া ফার্মে চাকরি করতেন।