এক্সপ্লোর
Iman Chakraborty Marriage: বিয়ের বাকি আর মাত্র দু দিন, সোশ্যাল মিডিয়ায় হবু বরের সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করলেন ইমন

1/9

বিয়ের লাস্ট মুহূর্তের প্রস্তুতি তো চলছেই। তবে বিশেষ দিনের সাজের ব্যাপারে বন্ধু অভিষেকের উপর ভরসা রাখছেন ইমন-নীলাঞ্জন।
2/9

ছবি - সোশ্যাল মিডিয়া
3/9

কিছুদিন আগেই নিজের বাড়িতে জমিয়ে ব্যাচেলরেট পার্টি করেন ইমন হাজির ছিলেন বন্ধুবান্ধবরা।
4/9

বিয়ের সন্ধেয় ইমনের সাজ মনে করিয়ে দেবে রেট্রো যুগ। সাবেকী সাজ, রেট্রো স্টাইলের ব্লাউজ।
5/9

বিয়ের দিন সকালে নীলাঞ্জন পরছেন কেরালা কটনের ধুতি পঞ্জাবি। ইমনের পরনে থাকবে বেনারসি ও রুপোর গয়না।
6/9

প্রি ওয়েডিং শুটেও দুজনে তাক লাগিয়ে দিয়েছেন। ছবিগুলি তুলেছেন Debarshi Sarkar। মেক আপ করেছেন বিথী রায়।
7/9

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের উপরই ভরসা রেখেছেন বর-কনে। গায়ে হলুদ থেকে বিবাহ অনুষ্ঠান এক্কেবারে ট্র্যাডিশনাল সাজেই পিঁড়িতে বসবেন সঙ্গীতশিল্পী ইমন।
8/9

বিয়ের দিন একেবারে সনাতনী সাজে সাজছেন যুগলে। চুটিয়ে করছেন শপিং। একসঙ্গে খেলেন আইবুড়ো ভাত।
9/9

সাত পাকে বাঁধা পড়া আর সময়ের অপেক্ষা। তার আগে এক গুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। মিউজিশিয়ান নীলাঞ্জনের সঙ্গে বাঁধতে চলেছেন ঘর। তার আগে এখন জোরকদমে চলছে প্রস্তুতি।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
