এক্সপ্লোর
শাশুড়ির দেওয়া শাড়ি পরে বিয়ে, মধুচন্দ্রিমায় শান্তিনিকেতনে মানালি-অভিমন্যু
1/4

১৫ অগস্ট কলম বিয়ে, তার ঠিক মাস দেড়েকের মধ্যেই সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়লেন মানালি দে এবং অভিমন্যু মুখোপাধ্যায়। মালাবদল করে মানালির সিঁথিতে সিঁদুর তুলে দিলেন অভিমন্যু।
2/4

মানালি রূপোলি পর্দার জনপ্রিয় মুখ। প্রথমে ‘কালি আমার মা’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে মানালি নিজের প্রথম কাজ হিসেবে তুলে ধরেন জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-কে। তারপর ‘ভুলে যেও না প্লিজ’, ‘নকশি কাঁথা’-র মতো ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করেন মানালি। রাজ চক্রবর্তীর প্রোডাকশন ‘নিমকি ফুলকি’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘গোত্র’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এদিকে অভিমন্যু নাম করেছেন টলি ইন্ডাস্ট্রির দরের স্ক্রিনরাইটার হিসেবে। ‘প্রেম আমার’-এর মতো বাজার সফল ছবির স্ক্রিনরাইটার ও সংলাপ তাঁরই লেখা।
Published at :
আরও দেখুন






















