এক্সপ্লোর
Hrithik Roshan: 'বেদা'র চরিত্রে আসছেন হৃত্বিক, চলছে জোর প্রস্তুতি

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

মুক্তির অপেক্ষায় 'বিক্রম বেদা'। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবিতে হৃত্বিক রোশনের নজরকাড়া লুক। আপাতত তিনি নিজের চেহারা তৈরিতে মন দিয়েছেন। পোস্ট করলেন নতুন ফটোশ্যুটের ছবি।
2/10

লম্বা দাড়ি, লম্বা চুলে ঝুঁটি, চোখে সানগ্লাস পরে নতুন লুকে বেশ অন্য রকমের লাগছে।
3/10

হৃত্বিক তাঁর এতদিনের চকোলেট বয় ইমেজ ছেড়ে এবার 'দমদার' অবতারে বেদের চরিত্রে দেখা দেবেন।
4/10

এদিন একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমি আমার ভিতরের বেদকে জাগানোর চেষ্টা করছি'।
5/10

এই ছবিতে হৃত্বিক রোশনকে সেফ আলি খানের সঙ্গে দেখা যাবে। উভয়কে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় সকলে।
6/10

হৃত্বিক রোশন বলিউডে তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি, নাচের জন্যও সুপরিচিত। এছাড়া বাবা রাকেশ রোশনের সঙ্গে তিনি সহ-পরিচালকের কাজও করেছেন।
7/10

২০০০ সালে 'কহো না পেয়ার হ্যায়' ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু করেন তিনি। আমিশা পটেলের বিপরীতে এই ছবি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
8/10

২০০০ সালেই মুক্তি পায় 'ফিজা' ও ২০০১ সালের 'কভি খুশি কভি গম' তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।
9/10

গত ২২ বছর ধরে একাধিক নজর কাড়া অনবদ্য ছবিতে কাজ করেছেন হৃত্বিক। তার মধ্যে উল্লেখযোগ্য, 'কোই মিল গয়া', 'ধুম ২', 'যোধা আকবর', 'জিন্দেগী না মিলেগি দোবারা', 'সুপার ৩০', 'অগ্নিপথ' প্রভৃতি।
10/10

২০০০ সালের ২০ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন হৃত্বিক রোশন ও সুজ্যান খান। তাঁদের দুই ছেলে, হৃহান ও হৃদান। ২০১৩ সালে হৃত্বিক ও সুজ্যানের বিবাহ বিচ্ছেদ হয়।
Published at : 02 Apr 2022 08:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
