রুপোলি পর্দায় মহানায়কের জীবনের অজানা কাহিনী। শুভ মহরৎ হল নতুন ছবি 'অচেনা উত্তম' এর। হাজির রইলেন একঝাঁক কলাকুশলীরা।
2/9
ছবিতে উত্তমকুমারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। মহরৎ-এও উত্তমকুমারের বেশেই হাজির ছিলেন তিনি। একেবারে সাবেকি পোশাকে অভিনেতাকে বেশ মানিয়েছিল।
3/9
সুচিত্রা ভট্টাচার্যের ভূমিকায় ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এদিন হাজির রইলেন তিনিও।
গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। যদিও বিজেপিতে যোগদান সংক্রান্ত কাজে ব্যস্ত থাকার ফলে এদিন ছবির মহরতে উপস্থিত হতে পারলেন না তিনি। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ীকে। সুপ্রিয়া দেবীর ভূমিকায় দেখা যাবে সায়ন্তনী রায়চৌধুরীকে।
6/9
তরুণ উত্তমকুমারের ভূমিকায় দেখা যাবে নবাগত তীর্থরাজ বসুকে। এদিন তিনিও একেবারে শাশ্বত চট্টোপাধ্যায়ের মত করে সেজেই আসরে আসেন।
7/9
অনুষ্ঠানের জায়গা সবটা মুড়ে ফেলা হয়েছিল উত্তমকুমারের ছবিতে। সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মুখে একটাই কথা, 'ছবিটা নিয়ে সবাই আগ্রহী। নিজেদের মত করেই চরিত্রটা ফুটিয়ে তুলতে চান তাঁরা।'
8/9
ছবির সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। পরিচালক জানান, ছবির বেশিরভাগটাই শ্যুট হবে কলকাতা ও উত্তরবঙ্গে। তিনি আরও জানান, উত্তমকুমার বাঙালির ইমোশান। তাই তাঁকে নিয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
9/9
আপাতত ছবির প্রি প্রোডাকশানের কাজ চলছে। খুব তাড়াতাড়ি শ্যুটিং ফ্লোরে নামবে টিম 'অচেনা উত্তম'