এক্সপ্লোর
Deepika Upcoming Film: 'এইট্টিথ্রি', 'মহাভারত', 'পাঠান', কোন কোন নতুন ছবিতে দেখা যাবে দীপিকাকে?
দীপিকা
1/9

তিনি যখন বলিউডে পা রেখেছিলেন, তখনও তিনি জানতেন না, অভিনয়ই হয়ে উঠবে তাঁর পেশা ও নেশা। টেনিস ছেড়ে সোজা রুপোলি পর্দায় আসা দীপিকা পাডুকোনকে দর্শক প্রথমে চিনেছিলেন শাহরুখ খানের নতুন নায়িকা হিসাবে। ওম শান্তি ওম ছবিতে তিনি তখন শান্তিপ্রিয়া। (ছবি সৌজন্যে: গেটি ইমেজ)
2/9

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। একের পর এক ছবি তাঁকে দিয়েছে সুযোগ। আর প্রতিটি ছবিতেই তিনি প্রমাণ করে দিয়েছেন তাঁর অভিনয় দক্ষতা। বুঝিয়ে দিয়েছেন, বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদেরও অনায়াস চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি। (ছবি সৌজন্যে: গেটি ইমেজ)
Published at : 11 Apr 2021 11:09 PM (IST)
আরও দেখুন






















