এক্সপ্লোর
Celebrities Mehendi Pics মেহন্দি পরা হাতে বলিউড সুন্দরীরা, দেখুন ছবি
মেহন্দি পরা হাতে বলিউড সুন্দরীরা
1/14

নিজেদের বিয়ের জন্য বড় অনুষ্ঠানের পরিকল্পনা করে থাকেন প্রায় সব বলিউড তারকা। প্রিয় তারকাদের ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। বিয়ের প্রতিটি আচারের মধ্যে মেহন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনাদের বি-টাউনের পাত্রীদের মেহন্দি অনুষ্ঠানের ছবি তুলে ধরা হল। ছবিতে আপনারা দেখতে পাবেন, এই সেলিব্রিটিরা নিজেদের স্বামীর নামের মেহন্দি দিয়ে হাত রাঙিয়ে তুলেছেন। প্রত্যেকেই ভীষণ সুন্দর নকশা বেছে নিজেদের মেহন্দিতে সাজিয়ে তুলেছেন।
2/14

এই তালিকায় সবার প্রথমে নাম আসবে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। প্রিয়ঙ্কা যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান করেছিলেন। তার মধ্যে ছিল মেহন্দির অনুষ্ঠান। সেখানে অভিনেত্রীকে ভীষণ খুশি দেখাচ্ছিল।
Published at : 02 Mar 2021 02:32 PM (IST)
আরও দেখুন






















