এক্সপ্লোর
Celebrity Relationship: বরুণের সঙ্গে অভিনয় করছেন আলিয়া? শুনেই সেটে হাজির নাতাশা

বরুণের সঙ্গে অভিনয় করছেন আলিয়া? শুনেই সেটে হাজির নাতাশা
1/6

কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন বরুণ ধবন আর তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। দীর্ঘদিনের প্রেমপর্ব তাঁদের। কিন্তু জানেন কী, তাঁদের সম্পর্কেও তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি, গিয়েছে কঠিন সময়ও।
2/6

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রেখেছিলেন এই জুটি, বরুণ ধবন ও আলিয়া ভট্ট। সেই থেকেই অটুট তাঁদের বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্বই প্রভা ফেলেছিল তাঁদের ব্যক্তিগত সম্পর্কে।
3/6

বরুণ ও নাতাশার দীর্ঘদিনের প্রেম। কিন্তু নাতাশা রূপোলি পর্দার নায়িকা নন। বলিউডের আদব কায়দা মানতে প্রথম প্রথম সমস্যা হত তাঁর।
4/6

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে আলিয়া-বরুণের চুম্বনের দৃশ্য নিয়েও আপত্তি ছিল নাতাশার।
5/6

শোনা যায়, সমস্যা এমনই পর্যায় পৌছায়, নাতাশা বরুণের শ্যুটিং সেটে পৌঁছে যেতেন তাঁর ওপর নজর রাখতে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর একাধিকবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে আলিয়া-বরুণ জুটিকে।
6/6

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি চলাকালীন আলিয়ার সঙ্গে ডেট করছিলেন সিদ্ধার্থ মলহোত্র। আলিয়া-বরুণের বন্ধুত্ব নিয়ে সমস্যা হয়েছিল তাঁরও।
Published at : 21 Apr 2021 10:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
২০৪৭-এ ভারত
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
