বুধবার মেয়ে তারার পাঁচ বছরের জন্মদিন পালন করলেন মন্দিরা বেদি। মন্দিরার সঙ্গে মেয়ে তারার এটাই প্রথম জন্মদিন। এদিন মন্দিরার পরিবারের সঙ্গে ১ বছর সম্পূর্ণ করেছে ছোট্ট তারা। তাই ছিমছাম আয়োজনেই পালন হল তার জন্মদিন।
2/9
সোশ্যাল মিডিয়ায় তারার সঙ্গে বেশ কিছু আদুরে ছবি শেয়ার করে মন্দিরা লিখেছেন, '২৮ জুলাই। এক বছর হল তুমি আমাদের জীবনে এসেছ, মিষ্টি মিষ্টি তারা। তাই আজ তোমায় উদযাপন করব। এটা তোমার পঞ্চম জন্মদিন, আমি তোমাকে খুব ভালবাসি।' এই লেখার সঙ্গেই মন্দিরা হ্যাশট্যাগে লিখেছেন, 'বিগিন এগেইন'। ইনস্টা স্টোরিতেও বেশ কিছু ছবি পোস্ট করেছেন মন্দিরা।
3/9
গত বছর ২৮ জুলাই অর্থাৎ এদিনেই ৪ বছরের তারাকে দত্তক নিয়েছিলেন মন্দিরা বেদি ও তাঁর স্বামী রাজ কৌশল। সেই অর্থে মন্দিরার পরিবারে এটাই তার প্রথম জন্মদিন। ২০১১ সালে মন্দিরা বেদি ও রাজ কৌশলেক প্রথম সন্তান বীরের জন্ম হয়। তার পর গত বছর দ্বিতীয় সন্তান দত্তক নেন মন্দিরারা।
4/9
গত ৩০ জুন প্রয়াত হন মন্দিরার স্বামী রাজ কৌশল। হার্ট অ্যাটাক হয়ে ৪৯ বছর বয়সেই চলে যান তিনি। তবে মেয়ের প্রথম জন্মদিন এড়িয়ে যাননি মন্দিরা। রাজ নেই, তাঁর স্মৃতি সঙ্গে নিয়েই মেয়ে তারার জন্মদিন পালন করেছেন মন্দিরা। বেলুন দিয়ে সাজিয়েছিলেন গোটা বাড়ি।
5/9
রাজের প্রসঙ্গে বারবার সোশ্যাল মিডিয়ায় রাজের স্মৃতিচারণ করেছেন মন্দিরা। ২৩ বছরের বিবাহিত জীবনে রাজকে ছাড়া ঠিক কতটা অসম্পূর্ণ তিনি, সে কথাও বারবার জানান দিয়েছেন।
6/9
স্বামীর চলে যাওয়ার দুঃখ সন্তানদের খুশিতে যেন বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে খেয়াল রেখেছেন মা মন্দিরা। তাই এই পরিস্থিতিতেও ছেলে বীরকে নিয়ে, মেয়ে তারার জন্মদিন পালনে কার্পণ্য করেননি মন্দিরা।
7/9
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্বামী রাজের সঙ্গে ছবি পোস্ট করেছেন মন্দিরা। নিজের ইনস্টাগ্রামে হাতে লিখেও একটি পোস্টও করেছেন মন্দিরা। সেখানে তিনি লিখেছেন, 'মিস ইউ রাজি।
8/9
১৯৯৬-এ মন্দিরা বেদি ও রাজ কৌশলের প্রথম সাক্ষাৎ হয়েছিল মুকুল আনন্দের বাড়িতে। মন্দিরা বেদি সেখানে অডিশন দিতে এসেছিলেন।রাজ মুকুল আনন্দের সহকারী হিসেবে কাজ করছিলেন।
9/9
স্বামী রাজ কৌশলের শেষযাত্রায় নিজেকে সামলাতে পারলেন না মন্দিরা বেদি। সেখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। তারপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামী রাজ কৌশলের শেষযাত্রায় নিজেকে সামলাতে পারলেন না মন্দিরা বেদি। ১৯৯৯ –এর ১৪ ফেব্রুয়ারি মন্দিরা বেদি ও রাজ কৌশলের বিয়ে হয়।