এক্সপ্লোর
ছিমছাম আয়োজনে মেয়ে তারার প্রথম জন্মদিন পালন করলেন মন্দিরা
মেয়ে তারার সঙ্গে মন্দিরা
1/9

বুধবার মেয়ে তারার পাঁচ বছরের জন্মদিন পালন করলেন মন্দিরা বেদি। মন্দিরার সঙ্গে মেয়ে তারার এটাই প্রথম জন্মদিন। এদিন মন্দিরার পরিবারের সঙ্গে ১ বছর সম্পূর্ণ করেছে ছোট্ট তারা। তাই ছিমছাম আয়োজনেই পালন হল তার জন্মদিন।
2/9

সোশ্যাল মিডিয়ায় তারার সঙ্গে বেশ কিছু আদুরে ছবি শেয়ার করে মন্দিরা লিখেছেন, '২৮ জুলাই। এক বছর হল তুমি আমাদের জীবনে এসেছ, মিষ্টি মিষ্টি তারা। তাই আজ তোমায় উদযাপন করব। এটা তোমার পঞ্চম জন্মদিন, আমি তোমাকে খুব ভালবাসি।' এই লেখার সঙ্গেই মন্দিরা হ্যাশট্যাগে লিখেছেন, 'বিগিন এগেইন'। ইনস্টা স্টোরিতেও বেশ কিছু ছবি পোস্ট করেছেন মন্দিরা।
Published at : 29 Jul 2021 11:50 AM (IST)
আরও দেখুন






















