এক্সপ্লোর
Pooja Banerjee Baby Shower: চেহারায় মাতৃত্বের আভা স্পষ্ট, সাধের অনুষ্ঠান মিটল পূজার
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/904ae713bdeafe9f1545a995e7f0f238_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূজা বন্দ্যোপাধ্যায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10
![মেধাবী ছাত্রী, সাঁতারু এবং অভিনেত্রী। ৩০ বছরের জীবনে নানা ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এ বার নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন বঙ্গতনয়া পূজা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার মা হতে চলেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/30e62fddc14c05988b44e7c02788e187a1444.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেধাবী ছাত্রী, সাঁতারু এবং অভিনেত্রী। ৩০ বছরের জীবনে নানা ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এ বার নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন বঙ্গতনয়া পূজা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার মা হতে চলেছেন তিনি।
2/10
![স্বামী সন্দীপ সেজওয়াল এবং পূজার এটাই প্রথম সন্তান। সম্প্রতি সাধ মিটল পূজার। ইনস্টাগ্রামে অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/799bad5a3b514f096e69bbc4a7896cd9c1879.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্বামী সন্দীপ সেজওয়াল এবং পূজার এটাই প্রথম সন্তান। সম্প্রতি সাধ মিটল পূজার। ইনস্টাগ্রামে অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেন তিনি।
3/10
![ম্যাজেন্টা রংয়ের গাউনে পূজার চেহারায় মাতৃত্বের আভা স্পষ্ট। গর্ভাবস্থায় এত দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন। তবে এ বার আর বেবি বাম্প লুকিয়ে রাখেননি তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন সন্দীপ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/f3ccdd27d2000e3f9255a7e3e2c488005662a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ম্যাজেন্টা রংয়ের গাউনে পূজার চেহারায় মাতৃত্বের আভা স্পষ্ট। গর্ভাবস্থায় এত দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন। তবে এ বার আর বেবি বাম্প লুকিয়ে রাখেননি তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন সন্দীপ।
4/10
![নতুন সন্তানের আগমনে বিশেষ নকশার মেহেন্দিও পরেন পূজা। এক হাতে সন্তানসম্ভবা তিনি এবং স্বামী, অন্য দিকে নতুন অতিথির ছবি ফুটিয়ে তোলা হয় তাতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/156005c5baf40ff51a327f1c34f2975bba2ec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন সন্তানের আগমনে বিশেষ নকশার মেহেন্দিও পরেন পূজা। এক হাতে সন্তানসম্ভবা তিনি এবং স্বামী, অন্য দিকে নতুন অতিথির ছবি ফুটিয়ে তোলা হয় তাতে।
5/10
![সন্দীপ জাতীয় স্তরের সাঁতারু। প্রবাসী বাঙালি পূজা এবং সন্দীপ একই স্কুলে পড়তেন। চতুর্থ শ্রেণি থেকে বন্ধু তাঁরা। ২০১৭-য় বিবাহবন্ধনে আবদ্ধ হন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/18e2999891374a475d0687ca9f989d838695c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সন্দীপ জাতীয় স্তরের সাঁতারু। প্রবাসী বাঙালি পূজা এবং সন্দীপ একই স্কুলে পড়তেন। চতুর্থ শ্রেণি থেকে বন্ধু তাঁরা। ২০১৭-য় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
6/10
![পূজার নিজের গুণেও খামতি নেই। জন্মসূত্রে বাঙালি হলেও, মহারাষ্ট্রেই বেড়ে ওঠা তাঁর। বাণিজ্যশাখায় স্নাতক এবং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/d0096ec6c83575373e3a21d129ff8fef162fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পূজার নিজের গুণেও খামতি নেই। জন্মসূত্রে বাঙালি হলেও, মহারাষ্ট্রেই বেড়ে ওঠা তাঁর। বাণিজ্যশাখায় স্নাতক এবং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।
7/10
![এর পাশাপাশি সাঁতারেও সমান দক্ষ পূজা। জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/032b2cc936860b03048302d991c3498f64aa2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর পাশাপাশি সাঁতারেও সমান দক্ষ পূজা। জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
8/10
![আরব সাগরে ৫ কিলোমিটার এবং হুগলি নদীরে ১৪ কিলোমিটার সাঁতার কেটে নজির গড়েন পূজা। দুর্গাপুজোয় আটপৌরে বাঙালি সাজই পছন্দ তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/fe5df232cafa4c4e0f1a0294418e566013db6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরব সাগরে ৫ কিলোমিটার এবং হুগলি নদীরে ১৪ কিলোমিটার সাঁতার কেটে নজির গড়েন পূজা। দুর্গাপুজোয় আটপৌরে বাঙালি সাজই পছন্দ তাঁর।
9/10
![সেই পূজাই সব ছেড়ে অভিনয় জগতে এসে পড়েন। শুরুতে সিরিয়ালে ছোটখাটো চরিত্রে সুযোগ পেলেও, এখন টেলিজগতের অত্যন্ত পরিচিত নাম তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/8cda81fc7ad906927144235dda5fdf1570640.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সেই পূজাই সব ছেড়ে অভিনয় জগতে এসে পড়েন। শুরুতে সিরিয়ালে ছোটখাটো চরিত্রে সুযোগ পেলেও, এখন টেলিজগতের অত্যন্ত পরিচিত নাম তিনি।
10/10
![তবে গ্ল্যামার জগতে ঘোরাফেরা হলেও পরিবারই সবকিছু পূজার কাছে। জীবনে নতুন ভূমিকায় নিজেদের দেখতে মুখিয়ে তিনি এবং সন্দীপ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/ae566253288191ce5d879e51dae1d8c38fab2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে গ্ল্যামার জগতে ঘোরাফেরা হলেও পরিবারই সবকিছু পূজার কাছে। জীবনে নতুন ভূমিকায় নিজেদের দেখতে মুখিয়ে তিনি এবং সন্দীপ।
Published at : 27 Dec 2021 10:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)