এক্সপ্লোর
Shilpa doing Yoga:ইন্ডিয়ান আইডল ১২-এর মঞ্চে প্রশিক্ষক শিল্পা, যোগাসন শেখালেন প্রতিযোগীদের
শিল্পা শেট্টি
1/5

বলিউডের অন্যতম ফিট সেলিব্রিটি শিল্পা শেট্টি কুন্দ্রা। নিয়মিত যোগাভ্যাস করেন শিল্পা। সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২-এর মঞ্চে এসেছিলেন তিনি। আসন্ন সুপার ডান্সার চাপ্টার ৪-এর প্রোমোশনের জন্য তিনি ইন্ডিয়ান আইডল ১২-এর মঞ্চে এসেছিলেন। (ফটো সৌজন্যে ইনস্টাগ্রাম)
2/5

শো-র হোস্ট আদিত্য নারায়ণ শিল্পাকে তাঁকে ও প্রতিযোগীদের কিছু যোগাসনের প্রশিক্ষণ দিতে অনুরোধ করেন। সঙ্গে সঙ্গেই সেই অনুরোধে সাড়া দেন শিল্পা। মঞ্চে এসে বেশ কয়েকটি আসন শেখালেন তিনি। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
Published at : 19 Mar 2021 08:28 PM (IST)
আরও দেখুন






















