এক্সপ্লোর
Shraddha Kapoor Pics: কোন কোন তারকার সঙ্গে সম্পর্কে জড়ান শ্রদ্ধা কপূর?

শ্রদ্ধা কপূর
1/10

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেললেও ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই পছন্দ করেন।
2/10

যদিও গোপনে রাখলেও বলিউডের বেশ কিছু তারকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যায়। একাধিক তারকার সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে অভিনেত্রীর।
3/10

কিছুদিন আগেই শোনা যায়, সেলিব্রিটি ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে শ্রদ্ধা কপূরের। যদিও শ্রদ্ধা কিংবা রোহন, কারও পক্ষ থেকেই ব্রেকআপের কথা স্বীকার হয়নি।
4/10

শোনা যায়, ২০১৮ সাল থেকে রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রদ্ধা কপূর। রোহন শ্রদ্ধার পারিবারিক বন্ধু। তাই এক সাক্ষাৎকারে শক্ত কপূর আকারে ইঙ্গিতে জানিয়েছিলেন যে, এই সম্পর্কে তাঁদের কোনও আপত্তি নেই বলে।
5/10

'আশিকি টু' ছবি দিয়ে বলিউডে পা রাখেন শ্রদ্ধা কপূর। ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন শ্রদ্ধা। শোনা যায়, 'আশিকি টু' ছবির শ্যুটিংয়ের সময়ই আদিত্য রয় কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রদ্ধা।
6/10

একাধিক সময়ে আদিত্য রয় কপূর এবং শ্রদ্ধা কপূরকে নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। যদিও সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা।
7/10

আদিত্য রয় কপূরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলিউডের নামী পরিচালক ও অভিনেতা ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা সম্পর্কে জড়ান বলেই বিভিন্ন সূত্রে জানা যায়। যদিও দুই তারকা কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
8/10

বিভিন্ন তথ্য প্রকাশ হয় যে, ফারহান আখতারের বাড়ি থেকে শ্রদ্ধাকে বের করে আনেন শক্তি কপূর। যদিও এই খবরকে ভুয়ো বলে জানান হয় শ্রদ্ধা এবং শক্তি কপূরের পক্ষ থেকে। কিছুদিন আগেই শিবানী ডান্ডেকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার।
9/10

ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রোহন শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের কথা জানা যায়।
10/10

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বিখ্যাত এক গহনা ব্যবসায়ীর সঙ্গেও সম্পর্কে জড়ান শ্রদ্ধা কপূর। বছর পাঁচেক সম্পর্কে থাকার পর সেই সম্পর্কও ভেঙে যায়।
Published at : 05 May 2022 08:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
