এক্সপ্লোর
Actresses Lifestyle Pics: যে বলিউড অভিনেত্রীরা ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেননি...
ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেননি যে বলিউড অভিনেত্রীরা...
1/6

অমৃতা সিংহ - বয়সে ছোট সেফ আলি খানের সঙ্গে অমৃতার বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। কিন্তু, ধীরে ধীরে তাঁদের সম্পর্কে চিড় ধরে। শেষে ২০০৪ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। অমৃতা ও সেফের দুই সন্তান-- মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম। ডিভোর্সের পর করিনা কপূরকে বিয়ে করে সেফ নতুন সংসার শুরু করলেও সিঙ্গল মাদার হিসেবেই সন্তানদের পালন করতে থাকেন অমৃতা।
2/6

করিশ্মা কপূর - অভিষেক বচ্চনের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পর পরের বছর অর্থাৎ ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কপূরকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর। তবে, প্রথম থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল। সম্পর্ক বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন করিশ্মা। কিন্তু, ২০১৬ সালে দুজনের পথ আলাদা হয়ে যায়। একলা দুই সন্তানকে লালন-পালন করে চলেছেন অভিনেত্রী। ডিভোর্সের পর তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি।
Published at : 12 Mar 2021 10:47 PM (IST)
আরও দেখুন






















