এক্সপ্লোর
Irrfan Khan Family Pics : 'আমাদের পরিবারটা অদ্ভুত', সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন ইরফান-পুত্র
ফাইল ছবি
1/6

সোশ্যাল মিডিয়ায় পরিবারের কিছু অদেখা ছবি শেয়ার করলেন ইরফান খান পুত্র বাবিল খান। এর পাশাপাশি নিজের 'অদ্ভুত পরিবার'-এর কিছু 'সুন্দর জিনিস' বর্ণনা করতে লিখলেন লম্বা একটি নোট।
2/6

বাবিলের শেয়ার করা একটি ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে- ইরফান, সুতপা শিকদার ও আয়ান খানকে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, আমাদের পরিবারটা অদ্ভুত। সবথেকে খারাপ ছিল নিখুঁত প্রতিবেশীদের 'ভাবমূর্তির' সঙ্গে তুলনা। সব অদ্ভুত পরিবার এবং এটাই আমাদের মানুষদের সবথেকে সুন্দর বিষয়গুলির অন্যতম। কী করা যায় তা নিয়ে কোনও ক্লু না থাকা সত্ত্বেও, সেই ভয়কে অস্বীকার করে কোনও বিষয়ে পড়ে থাকি আমরা। আমার পরিবার ; একজন থিসপিস বাবা যিনি এই পৃথিবীর থাকতে চান না।
Published at : 10 Jun 2021 08:03 PM (IST)
আরও দেখুন






















