এক্সপ্লোর
Janhvi Kapoor Retro Look:রেট্রো লুকে জাহ্নবী, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Janhvi Kapoor Retro Look
1/10

অত্যন্ত অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিতে পেরেছেন জাহ্নবী কপূর। জাহ্নবীর ফিটনেস ও ফ্যাশন সেন্স তাঁর অনুরাগীদের মুগ্ধ করে। আর তাঁর স্টাইলও বেশ দেখার মতো। ওয়েস্টার্ন বা ট্রাডিশনাল-উভয় ড্রেসেই নজরকাড়া লাগে অভিনেত্রীকে। সম্প্রতি জাহ্নবী তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে তাঁকে শাড়িতে রেট্রো লুকে দেখা গিয়েছে। জাহ্নবীর এই লুক ৫০-এর দশকের স্টাইলের কথা মনে করিয়ে দিয়েছে তাঁর অনুরাগীদের।
2/10

ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছেন জাহ্নবী। আর শেয়ার করার পরই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে। ছবিগুলিতে তাঁকে ফ্যাশন ডিজাইনার মণীষ মলহোত্রর ডিজাইনের শাড়ি পরে থাকতে দেখা গিয়েছে।
Published at : 13 Oct 2021 03:41 PM (IST)
আরও দেখুন






















