এক্সপ্লোর
Bollywood News: সাড়া ফেলেন প্রথম ছবিতেই, পারিশ্রমিকও ছিল মারকাটারি, বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে সংসার মন্দাকিনির
Mandakini News: নায়িকা থেকে ক্রমশ পার্শ্বচরিত্র হয়ে ওঠেন। তার পর এক সময় সরেই যান ইন্ডাস্ট্রি থেকে।
মন্দাকিনি, তখন আর এখন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

প্রথম ছবিতেই আসমুদ্র হিমাচল মাতিয়ে তোলেন। সাহসী দৃশ্যে তাঁর সাবলীল অভিনয় সাড়া ফেলে দিয়েছিল। পাশাপাশি নিষ্পাপ মুখখানিতেও মায়া জড়িয়েছিল।
2/10

কিন্তু অভিনয় জীবন দীর্ঘায়িত হয়নি মন্দাকিনির। নায়িকা থেকে ক্রমশ পার্শ্বচরিত্র হয়ে ওঠেন তিনি। তার পর এক সময় সরেই যান ইন্ডাস্ট্রি থেকে।
Published at : 13 Sep 2022 02:07 PM (IST)
আরও দেখুন






















