এক্সপ্লোর
Holi in Bollywood: হোলি মোড় ঘুরিয়েছিল বলিউডের যে যে গল্পের
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/ecedc5d0442fab42cdffa12422927bd4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হোলি
1/6
![হিন্দি ছবির গল্পে চিরকালই নতুন নতুন রঙ যোগ করেছে দোল বা হোলির উৎসব। অনেক সময় গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে রঙের উৎসব। দেখে নিন কোন কোন গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দোলের উৎসব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/ad81dde595657edcc0958fbb3295966f72fd0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হিন্দি ছবির গল্পে চিরকালই নতুন নতুন রঙ যোগ করেছে দোল বা হোলির উৎসব। অনেক সময় গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে রঙের উৎসব। দেখে নিন কোন কোন গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দোলের উৎসব
2/6
![গুরুকূলে প্রথম হোলি খেলার অনুমতি আদায় করেছিলেন শাহরুখ খান। অমিতভ বচ্চনকে আবির দিয়ে শুরু হয়েছিল রং খেলা। ছবির নাম 'মোহব্বতে'। ছবিতে শাহরুখ খানের নাম হয়েছিল রাজ ও অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন নারায়ণ শঙ্করের ভূমিকায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/c9ab198c1da6f7a4f577ba009d66aeed9ed92.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গুরুকূলে প্রথম হোলি খেলার অনুমতি আদায় করেছিলেন শাহরুখ খান। অমিতভ বচ্চনকে আবির দিয়ে শুরু হয়েছিল রং খেলা। ছবির নাম 'মোহব্বতে'। ছবিতে শাহরুখ খানের নাম হয়েছিল রাজ ও অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন নারায়ণ শঙ্করের ভূমিকায়
3/6
!['ডর' ছবির ককক.. কিরণ ডায়লগ কার না মনে আছে? সেই ছবিতেও শাহরুখ-জুহি চাওলা অর্থাৎ ছবির রাহুল ও কিরণের প্রেমে গুরুত্বপূর্ণ হয়েছিল দোলের উৎসব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/6ea18d88e78955917a93b0435ddc9ae4410ec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'ডর' ছবির ককক.. কিরণ ডায়লগ কার না মনে আছে? সেই ছবিতেও শাহরুখ-জুহি চাওলা অর্থাৎ ছবির রাহুল ও কিরণের প্রেমে গুরুত্বপূর্ণ হয়েছিল দোলের উৎসব।
4/6
![প্রতি বছর দোলে 'রঙ বরসে' গানটি যেন চির নতুন হয়ে ওঠে। সিলসিলা ছবির এই গানটি অবশ্য ছবিতে ব্যবহৃত হয়েছিল বেশ আবেগপ্রবণ একটি পরিবেশে। অমিতাভ-রেখা ও জয়ার সম্পর্কের সমীকরণ ফুটে উঠেছিল এই গানে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/ef9d6c1a786868cbd706f5ca61dd4aecd22eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতি বছর দোলে 'রঙ বরসে' গানটি যেন চির নতুন হয়ে ওঠে। সিলসিলা ছবির এই গানটি অবশ্য ছবিতে ব্যবহৃত হয়েছিল বেশ আবেগপ্রবণ একটি পরিবেশে। অমিতাভ-রেখা ও জয়ার সম্পর্কের সমীকরণ ফুটে উঠেছিল এই গানে।
5/6
![পদ্মাবত ছবিতে দেখানো হোলি ছিল ভয়ে, আতঙ্কের। দোলের দিন মুখে গেরুয়া আবির মাখা রণবীরের মুখ দেখে বুক কেঁপেছিল দর্শকদের। যুদ্ধের নীতি পরিবর্তন এর রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে পদ্মাবত-এ দেখানো হোলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/a8bbb44bf8470ba651f36327a95a898ed3c46.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পদ্মাবত ছবিতে দেখানো হোলি ছিল ভয়ে, আতঙ্কের। দোলের দিন মুখে গেরুয়া আবির মাখা রণবীরের মুখ দেখে বুক কেঁপেছিল দর্শকদের। যুদ্ধের নীতি পরিবর্তন এর রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে পদ্মাবত-এ দেখানো হোলি।
6/6
![জলি এলএলবি ছবিতেও দোলের উৎসবকে ব্যবহার করা হয়েছিল গল্পের নতুন মোড় আনার জন্য। হোলির এই গানের পরেই সম্পর্কের টানাপোড়েনের গল্প ধরা পড়ে ছবিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/cb6ee304659c6c0eb3322e7d9a0ca8080ef8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জলি এলএলবি ছবিতেও দোলের উৎসবকে ব্যবহার করা হয়েছিল গল্পের নতুন মোড় আনার জন্য। হোলির এই গানের পরেই সম্পর্কের টানাপোড়েনের গল্প ধরা পড়ে ছবিতে
Published at : 27 Mar 2021 05:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)